বর্ষায় চুল পড়া রুখতে পাঁচ দাওয়াই।
• অলিভ অয়েল বা সাধারণ নারকেল তেল ঈষৎ গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করে একঘণ্টা পরে শ্যাম্পু করে নিতে হবে।
• প্রতিদিন অন্তত পাঁচ মিনিট স্ক্যাল্পে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভাল হবে। তাতেও চুল প়ড়া কমবে।
• রাতে শোওয়ার সময় পেঁয়াজ, রসুন বা আদার রস মাথায় লাগিয়ে শুতে হবে। সকালে উঠে চুল ধুয়ে ফেললে চুল পড়া কমবে।
• মাঝে-মধ্যে সামান্য গরম গ্রিন টি দিয়ে চুল ধুলেও ফল মিলবে।
• মানসিক চাপও চুল পড়ার অন্যতম কারণ। নিয়মিত যোগাসন দুশ্চিন্তা কাটানোর অব্যর্থ উপায়।