ঘরে বাইরে

সেরা পাঁচ

বর্ষায় চুল পড়া রুখতে পাঁচ দাওয়াই।

Advertisement
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৫ ০১:৫৯
Share:

বর্ষায় চুল পড়া রুখতে পাঁচ দাওয়াই।

Advertisement

অলিভ অয়েল বা সাধারণ নারকেল তেল ঈষৎ গরম করে স্ক্যাল্পে ম্যাসাজ করে একঘণ্টা পরে শ্যাম্পু করে নিতে হবে।

প্রতিদিন অন্তত পাঁচ মিনিট স্ক্যাল্পে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন ভাল হবে। তাতেও চুল প়ড়া কমবে।

Advertisement

রাতে শোওয়ার সময় পেঁয়াজ, রসুন বা আদার রস মাথায় লাগিয়ে শুতে হবে। সকালে উঠে চুল ধুয়ে ফেললে চুল পড়া কমবে।

মাঝে-মধ্যে সামান্য গরম গ্রিন টি দিয়ে চুল ধুলেও ফল মিলবে।

মানসিক চাপও চুল পড়ার অন্যতম কারণ। নিয়মিত যোগাসন দুশ্চিন্তা কাটানোর অব্যর্থ উপায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement