Mamata Banerjee

Manike Mage Hithe: ‘মানিকে মাগে হিতে’ হল ‘মা-মাটি-মানুষ হিতে’! বাবা-মেয়ের গানে মমতাবন্দনা

শ্রীলঙ্কার গায়িকা ইওহানির গাওয়া ‘মানিকে মাগে হিতে’ গানটি এবং সেই গানের অনুকরণে তৈরি হওয়া বাংলা গানটি শুনে নিন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

মেদিনীপুর শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২১ ১৩:৩৩
Share:

মেদিনীপুরের মেয়ে এবং বাবা।

শ্রীলঙ্কার গায়িকা ইওহানির ‘মানিকে মাগে হিতে’ গানটি সম্প্রতি জনপ্রিয় হয়েছে। সেই গানের সুরে বাংলায় গান তৈরি করলেন মেদিনীপুরের বাবা-মেয়ে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে এই গান। মেদিনীপুরের রাজেশ চক্রবর্তী এবং তাঁর মেয়ে অপরাজিতা গেয়েছেন গানটি। রাজেশ এলাকায় সমাজসেবী হিসাবে পরিচিত।

দিন কয়েক আগেই নেটমাধ্যমে আপলোড করা হয়েছে এই গান। ইতিমধ্যেই বহু মানুষ গানের ভিডিয়ো দেখেছেন। সেই গানে ‘মানিকে মাগে হিতে’ হয়েছে ‘মা-মাটি-মানুষ হিতে’। গান জুড়েই রয়েছে মমতার কাহিনি। তাঁর সরকারের সাফল্যের জয়ধ্বনি।

Advertisement

মুখ্যমন্ত্রী কাজের মাধ্যমে বিশ্বে নজির গড়েছেন বলে মত রাজেশের। জনপ্রিয় গানের সুরে গানটি বেঁধে তা মুখ্যমন্ত্রীকে উৎসর্গ করেছেন তিনি। অপরাজিতা জানিয়েছেন, এর আগে তিনি কোনও দিন গান রেকর্ড করেননি। মমতার জন্য লেখা গানই তাঁর প্রথম রেকর্ড করা গান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement