দিলীপের নামে থানায় এফআইআর

উস্কানিমূলক মন্তব্যের জন্য দিলীপবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে চিঠি দিল তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

গোপালনগর শেষ আপডেট: ০৩ মে ২০১৮ ১৭:০৮
Share:

—ফাইল চিত্র।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে থানায় খুনের হুমকির অভিযোগ দায়ের করলেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক। উস্কানিমূলক মন্তব্যের জন্য দিলীপবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনে চিঠি দিল তৃণমূল।

Advertisement

রবিবার উত্তর ২৪ পরগনায় একাধিক কর্মিসভায় দিলীপবাবু তৃণমূলের উদ্দেশে বলেন, ‘‘অনেক কামিয়েছেন পাবলিকের পয়সা ঝেড়ে। ভোগ করতে পারবেন না! ছেলেমেয়েকে দেখার লোক থাকবে না। অনাথ করে দেব।’’ এর পরেই ওই দিন মধ্যমগ্রাম থানায় জ্যোতিপ্রিয়বাবু অভিযোগ দায়ের করেন। বনগাঁর এসডিপিও অনিল রায় বলেন, ‘‘দিলীপবাবুর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, খুনের হুমকির মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।’’

এই মন্তব্য সরাসরি প্রাণনাশের হুমকি বলে মনে করছে তৃণমূল। উস্কানিমূলক মন্তব্য করে দিলীপবাবু বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছেন, বলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। দিলীপবাবুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশন ও পুলিশের কাছে দাবি জানিয়েছে তৃণমূল। দিলীপবাবুর বক্তব্য, ‘‘ভোটে বিধি ভঙ্গ হয়েছে কি না, তা কমিশন দেখবে। মহকুমাশাসকের দেখার বিষয় নয়। যারা খুন করছে, তাদের বিরুদ্ধে এফআইআর, তদন্ত করছে কে?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement