দেশের পিছিয়ে পড়া জেলাগুলির উন্নয়নের প্রকল্পে পশ্চিমবঙ্গ যোগ না দেওয়ায় ফের হতাশা প্রকাশ করলেন নীতি আয়োগের সিইও অমিতাভ কান্ত। সামাজিক উন্নয়নের বিভিন্ন মাপকাঠিতে দেশের সব থেকে পিছিয়ে পড়া ১১৭টি জেলার উন্নয়নে বাড়তি জোর দেওয়ার জন্য চিহ্নিত করেছে নীতি আয়োগ। তাতে পশ্চিমবঙ্গের পাঁচটি জেলা থাকলেও রাজ্য এই প্রকল্পে অংশই নেয়নি। বাকি জেলাগুলিতে কতখানি কাজ হয়েছে, আজ তার রিপোর্ট প্রকাশ করতে গিয়ে অমিতাভ বলেন, ‘‘আমরা অনুরোধ করেছি। কিন্তু সাড়া মেলেনি। অন্য জেলাগুলিতে জেলাশাসক, কেন্দ্রের অফিসাররা ঝাঁপিয়ে পড়েছেন উন্নয়নের কাজে। এটিকে মর্যাদার প্রশ্ন মনে করে সকলে কাজ করছেন। শিক্ষা, পুষ্টি, কৃষি, পরিকাঠামো, বৃত্তিমূলক প্রশিক্ষণে কাজ হচ্ছে। অথচ পশ্চিমবঙ্গ নেই। আমরা অনুরোধ ছাড়া আর কী-ই বা করতে পারি?’’