প্রতীকী ছবি।
পরিবেশ দফতরের নির্দেশে চলতি বছরের গোড়া থেকেই বন্ধ দুর্গাপুর কেমিক্যালস। অথচ এ রাজ্যে একমাত্র ওই কারখানাতেই তৈরি হয় ক্লোরিন বা ব্লিচিং পাউডারের মতো জল পরিশোধনকারী রাসায়নিক। পাশাপাশি, দুর্গাপুর তথা রাজ্যের নানা প্রান্তে ওই রাসায়নিকগুলি সরবরাহও করে কারখানাটি। তবে, পরিবেশবিধি সংক্রান্ত নিয়মনীতি লঙ্ঘনের জেরে তাতে বন্ধ রয়েছে রাসায়নিক উৎপাদন এবং সরবরাহ। যার ফলে রাজ্য জুড়েই জল পরিশোধনের কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি ওই কারখানা খোলার জন্য রাজ্য সরকারের কাছে চিঠি দিয়ে অনুরোধ করেছেন বিজেপি সাংসদ সুরেন্দ্র সিংহ অহলুওয়ালিয়া। এর পরেই দুর্গাপুর কেমিক্যালস খোলার জন্য তৎপর হয়েছে রাজ্য সরকার।
রাজ্যের বিভিন্ন প্রান্তে তো বটেই, দুর্গাপুর ইস্পাত কারখানা এবং টাউনশিপের জল পরিশোধনের কাজেও ক্লোরিন বা ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়। সেই সঙ্গে ওই কারখানায় উৎপাদিত সোডিয়াম হাইপোক্লোরাইট-এর মাধ্যমেও চলে পরিশোধনের কাজ। জল পরিশোধন ছাড়াও নিকাশি ব্যবস্থা থেকে বর্জ্য পরিশোধনের কাজও হয় ওই কারখানায় তৈরি রাসায়নিকের সাহায্যে। তবে পরিবেশবিধি লঙ্ঘনের ফলে গত বছরের ২৬ ডিসেম্বর তা বন্ধ করে দেয় রাজ্যের পরিবেশ দফতর।
শুক্রবার রাজ্যের অতিরিক্তি মুখ্য সচিব পর্যায়ের এক আধিকারিক শ্রীহরি রামুলুর কাছে লেখা একটি চিঠিতে গোটা বিষয়টি উল্লেখ করেছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অহলুওয়ালিয়া। চিঠিতে তিনি জানিয়েছেন, বর্তমানে রাজ্যে করোনা-পরিস্থিতিতে জনস্বাস্থ্যের পরিপ্রেক্ষিতে জল ও বর্জ্য পরিশোধনের বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওই রাসায়নিকের অপ্রতুলতা দেখা দিলে তা জনস্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে ওই কারখানা খোলানোর জন্য পরিবেশ দফতরের সঙ্গে সমন্বয় রেখে এবং তাদের পরামর্শক্রমেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেছেন অহলুওয়ালিয়া। এর পর দুর্গাপুর কেমিক্যালস খোলার তোড়জোড় শুরু করেছে রাজ্য সরকার।
আরও পড়ুন: হাইড্রক্সিক্লোরোকুইন কী? করোনা-রোধে আদৌ তার উপর ভরসা করা যাবে?
আরও পড়ুন: প্রসঙ্গ হটস্পট: কিছু জায়গায় বিশেষ যত্ন নেওয়া হচ্ছে, আর কিছু নয়, বললেন মমতা
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)