চিত্র: সংগৃহীত
২০২১ সালে শুরু হওয়া বিশ্বব্যাপী বাঙালি ব্যবসায়ীদের একটি গুরুত্বপূর্ণ সংগঠন ‘বেঙ্গল বিজ়নেস কাউন্সিল’। প্রথাগত ধারণার বাইরে গিয়ে যারা সময় ও পরিস্থিতির সঙ্গে বাঙালিদের ব্যবসামুখী করতে তুলতে বরাবরই বিশেষ উদ্যোগ নিয়েছে। এই সংগঠনের মূল উদ্দেশ্যই হল বাঙালি ব্যবসায়ীদের সকলের কাছে পরিচিত করে তাঁদের একজোট করা।
গত ২৪ জানুয়ারি ‘বেঙ্গল বিজ়নেস কাউন্সিল’-এর উদ্যোগে, ‘অস্মি বিজ়নেস স্কুল’ এবং ‘টেকনো ইন্ডিয়া বিশ্ববিদ্যালয়’-এর সহযোগিতায় আয়োজিত হল ‘ফ্রম বুটস্ট্র্যাপিং টু ফান্ডরেজ়িং টু আইপিও’।
অনুষ্ঠানে বিভিন্ন শিল্পক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা তাঁদের ব্যবসার উদ্যোগী সফরের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেন। পাশাপাশি নতুন প্রজন্মের ব্যবসায়ীদেরও নানা ভাবে উদ্বুদ্ধ করেন তাঁরা।
‘টেকনো ইন্ডিয়া গ্রুপ’-এর চিফ ইনোভেশন অফিসার মেঘদূত রায় চৌধুরী
এই অভিনব উদ্যোগের বিশেষ আকর্ষণ ছিল মউ (MoU) চুক্তি স্বাক্ষর। ‘বেঙ্গল বিজ়নেস কাউন্সিল’ এবং ‘এএসএমআই বিজ়নেস স্কুল’-এর মধ্যে এই মউ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে ব্যবসাক্ষেত্রের ব্যাপক উন্নতির লক্ষ্যে।
‘ফ্রম বুটস্ট্র্যাপিং টু ফান্ডরেজ়িং টু আইপিও’ বিষয়টি নিয়ে প্যানেল আলোচনায় ছিলেন ‘ট্রাই-ইউনিকর্ন’-এর (ফার্স্ট ক্রাই, এক্সপ্রেসবিস, গ্লোবালবিস) প্রতিষ্ঠাতা অমিতাভ সাহা, ‘আপারকেস লাগেজ় ব্র্যান্ড’-এর প্রতিষ্ঠাতা (ভিআইপি ইন্ড্রাস্ট্রিজ়ের প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর) ,সুদীপ ঘোষ ‘সুরক্ষা ডায়াগনস্টিক্স’-এর প্রতিষ্ঠাতা (যাঁরা সম্প্রতি ‘আইপিও’-তে প্রবেশ করেছেন) সোমনাথ চট্টোপাধ্যায় এবং ‘সিবিয়া অ্যানালিটিক্স’-এর প্রতিষ্ঠাতা অংশুমান ভট্টাচার্য।
এ ছাড়াও এই অনুষ্ঠানে জাতীয় স্টক এক্সচেঞ্জের (NSE) সিনিয়র ম্যানেজার সিএস অভীক গুপ্ত একটি বিশেষ বক্তৃতায় কোম্পানির আইপিও তালিকাভুক্তির প্রক্রিয়া নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান সংখ্যক কোম্পানির আইপিও বাজারে প্রবেশের উল্লেখযোগ্য উত্থানকেও তুলে ধরেন, যা এই অঞ্চলের উদ্যোক্তা মানসিকতার ক্রমবিকাশের প্রতিফলন।
বাঁ দিক থেকে ‘বেঙ্গল বিজ়নেস কাউন্সিল’-এর প্রতিষ্ঠাতা এবং সাধারণ সম্পাদক শুভাশিস দত্ত এবং অ্যাভেলো রায়
এই আলোচনা চক্রে সঞ্চালকের ভূমিকায় ছিলেন বেঙ্গল বিজ়নেস কাউন্সিলের সহ-প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সদস্য এবং কলকাতা ভেঞ্চার্সের ম্যানেজিং ডিরেক্টর অ্যাভেলো রায়।
উদ্যোক্তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই আলোচনা সভাটি। শিল্পক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের বাস্তব অভিজ্ঞতা এবং পরামর্শ ভবিষ্যৎ প্রজন্মকে ব্যবসায় উন্নতি লাভের সঠিক পথ দেখিয়েছে।
অনুষ্ঠানের ডিজিটাল মিডিয়া পার্টনার আনন্দবাজার অনলাইন।