Contai

কাঁথিতে দিলীপ ঘোষের গাড়ি ভাঙচুর, আক্রান্ত সঙ্গীরাও, অভিযোগ তৃণমূলের দিকে

পূর্ব মেদিনীপুরের কাঁথির সংহতি হলে বিজেপি-র সভা ছিল। সেই সভাতেই যোগ দিতে যাচ্ছিলেন দলের রাজ্য সভাপতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৬
Share:

ভাঙচুরের পর দিলীপ ঘোষের গাড়ি।— নিজস্ব চিত্র।

কাঁথিতে আক্রান্ত বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ভাঙচুর চালানো হয় তাঁর গাড়িতেও। সোমবার সকালের এই ঘটনায় আহত কয়েক জন বিজেপি কর্মী-সমর্থকও। অভিযোগের আঙুল তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও সব অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পাল্টা দাবি, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল।

Advertisement

বিজেপি সূত্রে খবর, এ দিন পূর্ব মেদিনীপুরের কাঁথির সংহতি হলে বিজেপি-র সভা ছিল। সেই সভাতেই যোগ দিতে যাচ্ছিলেন দলের রাজ্য সভাপতি। এই হলের উল্টো দিকেই তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। বিজেপির অভিযোগ, তাদের দলীয় সভাপতির গাড়ি দেখেই কালো পতাকা দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপি কর্মীরা প্রতিবাদ করায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তখনই ভাঙচুর চালানো হয় দিলীপ ঘোষের গাড়িতে। ভাঙচুর চলে বিজেপি কর্মী-সমর্থকদের আরও প্রায় ১৫টি গা়ড়িতেও। এই ঘটনায় তাদের সাত জন কর্মী আহত হয়েছেন বলে দাবি জানিয়েছে বিজেপি।

ঘটনার পরেই দলের দিলীপবাবু অভিযোগ করেন, ‘‘আমার গাড়ি ভাঙচুর করা হয়। প্রায় ১৫ মিনিট ধরে ইটবৃষ্টি চলেছে। আমাদের একাধিক কর্মকর্তাকে মারধর করা হয়েছে।’’ এই নিয়ে তাঁর উপর সাত বার হামলা চলল বলেও এ দিন অভিযোগ করেছেন দিলীপ ঘোষ। এ দিনের ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন তিনি। নাম না করে নিশানা করেছেন কাঁথির তৃণমূল সাংসদের দিকে। বলেছেন, ‘‘কাঁথির সাংসদের নাম সকলেই জানেন। তাঁর চক্রান্তেই এই হামলা চালানো হয়েছে।’’

Advertisement

দেখুন সেই ভিডিয়ো

আরও পড়ুন: রথযাত্রার সূচনায় আসতে পারেন শাহ

আরও পড়ুন: আমডাঙা-মডেলেই এগোতে চান বিমানরা

বিজেপি সভাপতির এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছে তৃণমূল। তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী বলেন, ‘‘আমি এই অভিযোগ খণ্ডন করছি।’’ এটি বিজেপি-র গোষ্ঠীদ্বন্দ্বের ফল বলে দাবি তমলুকের সাংসদের। তাঁর অভিযোগ, ‘‘উনি উস্কানিমূলক কাজ করে বে়ড়ান। এ সব কারণেই এমন ঘটেছে।’’

এ বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপার ভি সলোমন নিসা কুমার বলেন, ‘‘একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমাদের দু’জন পুলিশকর্মী আহত হয়েছেন। কোনও পক্ষ এখনও পর্যন্ত কোনও অভিযোগ করেনি। গন্ডগোলের ঘটনায় জড়িত থাকার অভিযোগে আমরা তিন জনকে আটক করেছি।বাকি অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে।’’

(বাংলার রাজনীতি, বাংলার শিক্ষা, বাংলার অর্থনীতি, বাংলার সংস্কৃতি, বাংলার স্বাস্থ্য, বাংলার আবহাওয়া - পশ্চিমবঙ্গের সব টাটকা খবর আমাদের রাজ্য বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement