সংস্থার জমিতে থাকা স্কুলগুলির নতুন ভবন তৈরির জন্য প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়ার কথা জানাল ইসিএল। বৃহস্পতিবার আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি জানান, ইসিএলের জমিতে ১৫টা জুনিয়র হাই ও ১টি প্রাইমারি স্কুল রয়েছে। কিন্তু প্রয়োজনীয় ছাড়পত্র না থাকায় স্কুলগুলি নতুন ভবন তৈরি করতে পারছিল না। জিতেন্দ্রবাবুর দাবি, এর জেরে স্কুলগুলিতে জুনিয়র বা মাধ্যমিক স্তরে উন্নীত করতে পারছিল না রাজ্য সরকার। বৃহস্পতিবার কলকাতায় বৈঠকে বসেন ইসিএল ও কোল ইন্ডিয়ার চেয়ারম্যান। সংস্থা সূত্রে খবর, সেখানেই ইসিএলের চেয়ারম্যানকে এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় ছাড়পত্র দেওয়ার কথা বলেন কোল ইন্ডিয়ার চেয়ারম্যান।