বাড়ি থেকে খানিক দূরে এক যুবকের মৃতদেহ মিলল জামুড়িয়ার ইস্ট কেন্দা হরিজন পাড়ায়। পুলিশ জানায়, মৃতের নাম মনোজ যাদব (২৬)। তাঁর বাবা শিবশঙ্কর যাদব অভিযোগ করেন, তাঁর ছেলে সোমবার রাত ৯টা নাগাদ শুয়ে পড়েন। তার পরে ভোর ৪টে নাগাদ তাঁরা দেখেন, ছেলে ঘরে নেই। বাড়ি থেকে বেরিয়ে কিছু দূরে গিয়ে দেখেন, মনোজের দেহ পড়ে আছে। তার গলায় কিছু দিয়ে পেঁচিয়ে মারা দাগ রয়েছে. মোবাইল পড়ে একটি নর্দমায়. পায়ের চটি জোড়া কিছু দূরে পড়ে রয়েছে. শিবশঙ্করবাবু কেন্দা ফাঁড়িতে ছেলেকে খুনের অভিযোগ করেন ও দোষীদের খুঁজে বের করার দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, দেহ ময়না-তদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের মামলা রুজু হয়েছে।