মহিলা ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্র দুর্গাপুরে

মহিলা ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করতে শনিবার দুর্গাপুরে এলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। নেতাজি মহিলা ক্রিকেট অ্যাকাডেমি নামের এই ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্রের মাঠে ক্রিকেট শেখার জন্য ইতিমধ্যেই বেশ কিছু মহিলা নাম নথিভুক্ত করেছেন। এ দিনের অনুষ্ঠানে ঝুলনদেবী জানান, তিনি নদিয়া জেলার চাকদহের একটি গ্রাম থেকে কলকাতার মাঠে ক্রিকেট খেলতে এসেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৪ ০৩:২৪
Share:

অনুরাগীদের মাঝে ঝুলন। —নিজস্ব চিত্র।

মহিলা ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্রের উদ্বোধন করতে শনিবার দুর্গাপুরে এলেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ঝুলন গোস্বামী। নেতাজি মহিলা ক্রিকেট অ্যাকাডেমি নামের এই ক্রিকেট প্রশিক্ষণকেন্দ্রের মাঠে ক্রিকেট শেখার জন্য ইতিমধ্যেই বেশ কিছু মহিলা নাম নথিভুক্ত করেছেন।

Advertisement

এ দিনের অনুষ্ঠানে ঝুলনদেবী জানান, তিনি নদিয়া জেলার চাকদহের একটি গ্রাম থেকে কলকাতার মাঠে ক্রিকেট খেলতে এসেছিলেন। আরও বেশি সংখ্যায় মহিলাদের ক্রিকেট খেলতে উৎসাহিত করে তিনি বলেন, “আমি সময় পেলেই এখানে আসব। ক্রিকেটের প্রশিক্ষণ দেব।” একই সঙ্গে তাঁর আক্ষেপ, “খেলার উন্নতির জন্য রাজ্য বা কেন্দ্র সরকার কেউই কোনও উপযুক্ত পদক্ষেপ গ্রহন করেনি।” এ দিন প্রশিক্ষণকেন্দ্রের মাঠে তাঁর ব্যাট হাতে কিছু সময় কাটানোর কথা থাকলেও বৃষ্টি হওয়ার কারণে সেটি সম্ভব হয়নি।

উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন সিএবির কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। অ্যাকাডেমিতে মহিলা ক্রিকেটারদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সিএবি থেকে প্রশিক্ষক পাঠানো হবে বলে জানান তিনি। মহিলা ক্রিকেট অ্যাকাডেমির আহ্বায়ক বিজয় চক্রবর্তী জানান, বিভিন্ন বয়সের মহিলারা ক্রিকেট প্রশিক্ষণ নেওয়ার জন্য ইতিমধ্যেই নাম নথিভুক্ত করেছে। খুব দ্রুত এই অ্যাকাডেমিতে ক্রিকেট প্রশিক্ষণের কাজ শুরু করা হবে বলে জানান তিনি। মেয়র অপূর্ব মুখোপাধ্যায় বলেন, “দুর্গাপুরে মহিলা ক্রিকেটার তৈরির উদ্যোগ এই প্রথম। সঠিক ভাবে চললে এই অ্যাকাডেমি দুর্গাপুরকে সমৃদ্ধ করবে।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement