প্রয়াত শিল্পী

প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী বিষ্ণু সিংহ রায়। বয়স হয়েছিল ৬৮ বছর। রেখে গেলেন ময়ে ও স্ত্রী’কে। শুক্রবার আসানসোলের রামতলায় নিজের বাড়িতেই হৃদরোদে আক্রান্ত হয়ে মারা যান বিষ্ণুবাবু। এ দিন তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন বিশিষ্ট কবি ও সম্পাদক অসীমকৃষ্ণ দত্ত, বিকাশ গায়েন, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

Advertisement
রানিগঞ্জ শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০১৫ ০০:৫৭
Share:

প্রয়াত হলেন সঙ্গীত শিল্পী বিষ্ণু সিংহ রায়। বয়স হয়েছিল ৬৮ বছর। রেখে গেলেন ময়ে ও স্ত্রী’কে। শুক্রবার আসানসোলের রামতলায় নিজের বাড়িতেই হৃদরোদে আক্রান্ত হয়ে মারা যান বিষ্ণুবাবু। এ দিন তাঁকে শ্রদ্ধা জানাতে আসেন বিশিষ্ট কবি ও সম্পাদক অসীমকৃষ্ণ দত্ত, বিকাশ গায়েন, বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় প্রমুখ। অসীমবাবু বলেন, ‘‘ওঁর লেখা ‘আটআনার ঘুম’ নামে একটি কবিতার বই আমরাই প্রথম প্রকাশ করি। আসানসোল হারাল এক বিশিষ্ট সংস্কৃতিকর্মীকে।’’ বিএনআর ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ২০ সেপ্টেম্বর ক্লাব প্রাঙ্গনে প্রয়াত শিল্পীর স্মরণসভার আয়োজন করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement