নিষেধাজ্ঞা সত্ত্বেও মাইক বাজিয়ে অনুষ্ঠানের নালিশ

মাধ্যমিক পরীক্ষা চলার জন্য জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে মাইক বাজিয়ে অনুষ্ঠান করার অভিযোগ উঠল আসানসোল পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেখানে উপস্থিত ছিলেন শহরের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য জানান, আশপাশে জনবসতি নেই, এমন জায়গায় খুব কম শব্দ করে অনুষ্ঠান হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৪ ০৮:০৯
Share:

ডামরায় তোলা নিজস্ব চিত্র।

মাধ্যমিক পরীক্ষা চলার জন্য জারি করা নিষেধাজ্ঞা অমান্য করে মাইক বাজিয়ে অনুষ্ঠান করার অভিযোগ উঠল আসানসোল পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে। সেখানে উপস্থিত ছিলেন শহরের মেয়র তাপস বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য জানান, আশপাশে জনবসতি নেই, এমন জায়গায় খুব কম শব্দ করে অনুষ্ঠান হয়েছে।

Advertisement

পুরসভা সুত্রে জানা গিয়েছে, ৩৫ নম্বর ওয়ার্ডের ডামরা এলাকায় পুরসভার হিন্দি অ্যাকাডেমির উদ্যোগে শনিবার বিকেলে হিন্দি ভাষার কবি সূর্যকান্ত ত্রিপাঠির একটি আবক্ষমূর্তি প্রতিষ্ঠা হয়। অনুষ্ঠানে এলাকার সাহিত্য অনুরাগীরা ছিলেন। সেই উপলক্ষে বিকেল থেকে মাইক বাজিয়ে গান, কবিতাপাঠ ও বক্তৃতা চলে। পুরসভার অন্য অতিথিদের মধ্যে মঞ্চে ছিলেন মেয়র তথা আইনজীবী তাপসবাবু। তিনি বলেন, “নিয়ম মেনে খুব কম মাত্রায় মাইক বেজেছে। ঘেরা জায়গায় অনুষ্ঠান হয়েছে। আশপাশে কোনও জনবসতি নেই।”

এলাকার বাসিন্দারা অবশ্য সে কথা মানতে চাননি। তাঁদের অভিযোগ, ঘেরা জায়গায় অনুষ্ঠান হয়নি। অনুষ্ঠান স্থল থেকে দেড়শো মিটারের মধ্যে রয়েছে ইসিএলের আবাসন এলাকা। সেখানে এ বারের একাধিক মাধ্যমিক পরিক্ষার্থী রয়েছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে মধ্যশিক্ষা পর্ষদের আসানসোল মহকুমার প্রশাসকসমূহের আহ্বায়ক রথীন্দ্রনাথ মজুমদার বলেন, “পরীক্ষার সময়সূচির মধ্যে মাইক বাজিয়ে অনুষ্ঠান ঠিক নয়।” তিনি জানান, বিষয়টি উচ্চ কর্তৃপক্ষকে জানাবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement