বিজেপি-র স্বচ্ছ-ভারত অভিযান। মেমারির সাতগাছিয়ায়। নিজস্ব চিত্র।
দুষ্কৃতীদের হুমকির জেরে খনিতে উৎপাদন বন্ধ রাখল বেসরকারি সংস্থা। শুক্রবার সকালে সালানপুরের ডাবর কোলিয়ারি এলাকার ওই খনিতে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতী হুমকি দেয় বলে অভিযোগ। খনি কর্তৃপক্ষ বিষয়টি মৌখিক ভাবে পুলিশকে জানিয়েছেন। পুলিশ জানায়, উৎপাদন চালু রাখতে সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। যদিও এ দিন আর খনি কর্তৃপক্ষ উৎপাদন চালু করেননি।
ইসিএলের ডাবর কোলিয়ারিতে বছর দুয়েক আগে কয়লা তোলার বরাত পায় ফরিদাবাদ-গুরগাঁওয়ের এই বেসরকারি সংস্থাটি। ডাবর কোলিয়ারির এজেন্ট জে কে বিশ্বকর্মা অভিযোগ করেন, শুক্রবার সকালে এক দল যুবক খনি এলাকায় আসে। তারা সাইট ম্যানেজারকে উৎপাদন রাখার জন্য হুমকি দিতে থাকে। কী কারণে উৎপাদন বন্ধ রাখতে হবে, তা বারবার জিজ্ঞাসা করা হলেও তারা জানাতে চায়নি। অশান্তি এড়াতে উৎপাদন বন্ধ করে দেওয়া হয় বলে খনি কর্তৃপক্ষ জানান।
পরে সালানপুর থানায় গিয়ে গোটা বিষয়টি মৌখিক ভাবে জানান খনি কর্তৃপক্ষ। পুলিশ জানায়, কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে খনি কর্তৃপক্ষ বিষয়টি জানানোর পরেই ঘটনাস্থলে যায় পুলিশ। উৎপাদন চালু রাখার জন্য সব রকম ভাবে সাহায্য করা হবে বলে খনিকর্তাদের আশ্বাস দেয় পুলিশ। তবে সন্ধ্যা পর্যন্ত উৎপাদন চালু করেননি কর্তৃপক্ষ। খনির এজেন্ট জে কে বিশ্বকর্মা বলেন, “কোলিয়ারির তরফে ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।”
কেন এই হুমকির মুখে পড়তে হল, তা তাঁরাও বুঝে উঠতে পারছেন না বলে জানিয়েছেন খনির আধিকারিকেরা। তবে এক আধিকারিক জানান, সম্প্রতি এই খনিতে তৃতীয় পর্যায়ের জন্য কয়লা তোলার বরাত দেওয়ার দরপত্র ডেকেছেন ইসিএল কর্তৃপক্ষ। এই দরপত্র জমা দিয়েছে এই সংস্থাটি। অন্য কয়েকটি সংস্থাও দরপত্র জমা দিয়েছে। ওই আধিকারিকের অনুমান, স্থানীয় কিছু সংস্থা চায় না, ফরিদাবাদ-গুরগাঁওয়ের সংস্থাটি কয়লা তোলার বরাত পাক। তাই এই সংস্থাকে এখান থেকে উৎখাত করার জন্য এ ভাবে হুমকি দেওয়া হয়ে থাকতে পারে বলে আশঙ্কা খনিকর্তাদের একাংশের।