খেলার টুকরো খবর

সুবোধ কাপ চ্যাম্পিয়ন হল রাসবিহারি অ্যাথলেটিক ইউনাইটেড ক্লাব (আরএইউসি)। শতাব্দী প্রাচীন এই প্রতিযোগিতার এ বারের ফাইনালে আরএইউসি ক্লাব ২-১ গোলে হারিয়েছে সেন্টার অব ইয়ং সোসাইটিকে।

Advertisement
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৪ ০০:৫৪
Share:

সুবোধ কাপ আরএইউসি-র
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান

Advertisement

সুবোধ কাপ জিতল আরএইউসি।

সুবোধ কাপ চ্যাম্পিয়ন হল রাসবিহারি অ্যাথলেটিক ইউনাইটেড ক্লাব (আরএইউসি)। শতাব্দী প্রাচীন এই প্রতিযোগিতার এ বারের ফাইনালে আরএইউসি ক্লাব ২-১ গোলে হারিয়েছে সেন্টার অব ইয়ং সোসাইটিকে। আরএইউসির হয়ে গোল দু’টি করেছেন শ্যাম বাস্কে। তিনিই প্রতিযোগিতার সেরা স্ট্রাইকার নির্বাচিত হয়েছেন। ইয়ং সোসাইটির হয়ে একমাত্র গোলটি শোধ করেন নিপু হেমব্রম। ফাইনালে উপস্থিত ছিলেন কলকাতা ময়দানের প্রাক্তন ফুটবলার জামসেদ নাসিরি।

Advertisement

রেফারিদের আলোচনাসভা
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

আসানসোল সাব ডিভিশনাল স্পোর্টস অফিসিয়ালের উদ্যোগে আয়োজিত হল রেফারিদের দায়িত্ব সংক্রান্ত একটি আলোচনাসভা। আলোচনা শেষে এ বারের পরীক্ষায় উর্ত্তীণ ১৯ জন নতুন রেফারির হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন আইএফএ-র পরামর্শদাতা জয়ন্ত বন্দ্যোপাধ্যায়।

ছাত্র সঙ্ঘের জয়
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল

বহুলা ইউনিয়ন ক্লাবের উদ্যোগে মদনমোহন স্মৃতি ফুটবল প্রতিযোগিতা শুরু হল রবিবার। প্রথম দিনের খেলায় জিতেছে কেন্দা ছাত্র সঙ্ঘ। এ দিন আয়োজক সংস্থার মাঠের খেলায় তারা দুর্গাপুর দিশারি ক্লাবকে টাইব্রেকারের মাধ্যমে ৪-৩ গোলে হারায়। নির্ধারিত সময়ের খেলার ফলাফল ছিল ১-১।

মেমারির জয়
নিজস্ব সংবাদদাতা • আসানসোল

আসানসোল স্টেডিয়ামে স্মৃতি ফুটবল।

নিত্যানন্দ দাস ও কৃষ্ণপ্রসাদ স্মৃতি ফুটবল প্রতিযোগিতার রবিবারের খেলায় জিতল মেমারি এফসিসি। এ দিন আসানসোল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা সল্টলেক কালচারাল সোসাইটিকে ১-০ গোলে হারিয়ে দেয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement