কোর্টের নির্দেশে দখলদার উচ্ছেদ

হাইকোর্টের নির্দেশে পুকুর ও জমির দখল পেলেন বর্ধমানের ভাস্কর্য শিল্পী স্নিগ্নেদ্ধু কুমার সাউ। শনিবার বর্ধমানের ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বর্ধমান থানার পুলিশ ওই পুকুর ও জমির দখল নেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৫ ০১:০০
Share:

হাইকোর্টের নির্দেশে পুকুর ও জমির দখল পেলেন বর্ধমানের ভাস্কর্য শিল্পী স্নিগ্নেদ্ধু কুমার সাউ। শনিবার বর্ধমানের ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বর্ধমান থানার পুলিশ ওই পুকুর ও জমির দখল নেয়। পুলিশ জানিয়েছে, বর্ধমানের লাকুড্ডি এলাকার বাউরি পাড়ায় প্রায় ১১ শতক জমি দখল নিতে পারছেন না বলে হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিল্পী। স্নিগ্নেদ্ধুবাবু জানান, তাঁর জমিতে অবৈধ ভাবে কমিউনিটি শৌচাগার করেছে বর্ধমান পুরসভা। জমির উপর রয়েছে মন্দির ও অবৈধ দখলদার। স্নিগ্নেদ্ধুবাবুর দাবি, ২০১৪-র ফেব্রুয়ারি মাসে হাইকোর্টের বিচারপতি সৌমিত্র সেনের নির্দেশে দখল নিতে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। ফের হাইকোর্টে দ্বারস্থ স্নিগ্নেদ্ধুবাবু। গত ২৯ জুলাই বিচারপতি দীপঙ্কর দত্ত পুলিশকে জমির দখল দেওয়ার নির্দেশ দেন। স্নিগ্নেদ্ধুবাবু জানান, মন্দিরটি যেমন ছিল তেমনই থাকবে। তা ছাড়া দখলদারদের ক্ষতিপূরণ দিতেও তিনি রাজি বলে জানান শিল্পী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement