খাস জমি মাপজোক করতে গেলে সালানপুরের আছড়া পঞ্চায়েতের উপপ্রধানকে হেনস্থার অভিযোগ উঠেছে দখলদারদের বিরুদ্ধে। উপপ্রধান হরেরাম তিওয়ারি রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে অভিয়োগ করেছেন। তিনি জানান, রবিবার বিকেলে তিনি এলাকার একটি ১২ বিঘা খাস জমি মাপতে গিয়েছিলেন। সেই জমি দখল করে রাখা এক দল লোক তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সোমবার ফাঁড়িতে বিক্ষোভ দেখানন উপপ্রধানের অনুগামীরা।