খেলার খবর

অনূর্ধ্ব ১৯ জেলা খো খো

জেলা স্তরের অনূর্ধ্ব ১৯ বিভাগের খো খো প্রতিযোগিতার পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হল বর্ধমান ও দুর্গাপুর মহকুমা। মঙ্গলবার প্রতিযোগিতাটি হয় আসানসোলের ডিএভি হিন্দি মাধ্যম বিদ্যালয়ের মাঠে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৪ ০০:৫১
Share:

আসানসসোলে জেলা খো খো। শৈলেন সরকারের তোলা ছবি।

জেলা স্তরের অনূর্ধ্ব ১৯ বিভাগের খো খো প্রতিযোগিতার পুরুষ ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হল বর্ধমান ও দুর্গাপুর মহকুমা। মঙ্গলবার প্রতিযোগিতাটি হয় আসানসোলের ডিএভি হিন্দি মাধ্যম বিদ্যালয়ের মাঠে। পুরুষ বিভাগে বর্ধমান মহকুমা ১ ইনিংস ১০ পয়েন্টে দুর্গাপুর মহকুমাকে হারায়। মহিলা বিভাগে দুর্গাপুরের কাছে ১ পয়েন্টে হারে আসানসোল মহকুমা। প্রতিযোগিতাটির ব্যাবস্থাপনায় ছিল আসানসোল সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস। আয়োজকরা জানান, এই প্রতিযোগিতায় কাটোয়া মহকুমা বাদ দিয়ে বর্ধমান জেলার বাকি চারটি মহকুমা থেকে মোট ৯০ জন প্রতিযোগী যোগ দিয়েছিল। রাজ্য ক্রীড়া পর্ষদের সদস্য অশোক রুদ্র বলেন, “স্কুল স্তরের পড়ুয়ারাই এই প্রতিযোগিতায় যোগ দিয়েছিল।”

Advertisement

বর্ধমান জেলা খো খো অ্যাসোসিয়েশনের সদস্য তথা বনপাশ শিক্ষানিকেতনের শিক্ষক সুভাষ সাহা বলেন, “জেলার মধ্যে এই খেলা সবথেকে বেশি চর্চা হয় বর্ধমান ও কালনা মহকুমায়।” ২০১২ সালে বনপাশ শিক্ষানিকেতনের পাঁচ জন ছাত্র ও দু’জন ছাত্রী অনূর্ধ্ব ১৭ বিভাগের বাংলা দলে সুযোগ পেয়েছিল। ওই বছরেই রাজ্য স্তরে অনূর্ধ্ব ১৭ বিভাগে বর্ধমান জেলা পুরুষ বিভাগে সেরা হয়েছিল। ২০১৩ সালে বনপাশ শিক্ষানিকেতনের চার পড়ুয়া অনূর্ধ্ব ১৪ স্তরে জাতীয় পর্যায়ে যোগ দিয়েছিল। সেই দলেরই দুই সদস্য নবম শ্রেণির ছাত্র নীলু হাঁসদা ও দশম শ্রেণির ছাত্র অভিজিত্‌ কর্মকার এ দিন অনূর্ধ্ব ১৯ বিভাগের প্রতিযোগিতায় যোগ দেয়। তাঁদের কথায়, “খোখোর জাতীয় দলে খেলা হল আমাদের স্বপ্ন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement