বার্নপুরে দুর্ঘটনায় মৃত ঠিকা শ্রমিকের পরিবারকে অর্থসাহায্য মলয় ঘটকের। নিজস্ব চিত্র।
বার্নপুরে ইস্কোর কারখানায় গ্যাস লিক করে মৃত দুই ঠিকা শ্রমিকের বাড়ি গেলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল এবং আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর। মৃত দুই শ্রমিকের পরিবারের হাতে দু’লক্ষ টাকা করে চেক তুলে দেন মলয়। মৃতদের পরিবারের সদস্যদের বলেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর পেয়ে দুঃখপ্রকাশ করেছেন। পাশাপাশি, আপনাদের পাশে থেকে যা যা করণীয় তা করার নির্দেশ দিয়েছেন।’’
প্রসঙ্গত, বুধবার দুপুরে ইস্কোর ইস্পাত কারখানার একটি নির্দিষ্ট অংশে কাজ করার সময় গ্যাস লিক করে দুর্ঘটনা ঘটে। শ্রমিকেরা জানিয়েছেন, কারখানার সিওবি ১১ নম্বর ব্যাটারি ইউনিটে ঘটে ওই দুর্ঘটনা। সালফার ট্যাঙ্কে নেমে কাজ করার সময় গ্যাসের প্রভাবে অসুস্থ হয়ে পড়েন সুমন বিশ্বাস এবং বাপন সরকার নামে দুই ঠিকা শ্রমিক। সিআইএসএফ এসে অক্সিজেন মাস্ক পরে নেমে তাঁদের উদ্ধার করে। ইস্কো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা সুমন এবং বাপনকে ‘মৃত’ ঘোষণা করেন।