বিজেপির অফিসে ভাঙচুর, আগুন

বিজেপির ৩ নম্বর ব্লক সভাপতি লক্ষ্মণ দাস অভিযোগ করেন, রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ০০:০০
Share:

হামলার পরে। নিজস্ব চিত্র

বিজেপির অফিসে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরে। সোমবার গভীর রাতে শহরের ২৪ নম্বর ওয়ার্ডে এমএএমসি কলোনির সি-ডি এলাকায় ওই অফিসে হামলা হয়। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে। তৃণমূলের পাল্টা দাবি, নতুন ও পুরনো— বিজেপির এই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বেই এমনটা ঘটেছে।

Advertisement

বিজেপির ৩ নম্বর ব্লক সভাপতি লক্ষ্মণ দাস অভিযোগ করেন, রাত সাড়ে ১২টা নাগাদ ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী এক বিজেপি কর্মীর দাবি, হেলমেট পরে মোটরবাইকে আসা কয়েকজন প্রথমে কার্যালয়ের দিকে ইট-পাটকেল ছোড়ে। জানলার কাচ ভেঙে যায়। তার পরে ভিতরে ঢুকে আসবাবপত্র ও টিভি ভাঙচুর করে দুষ্কৃতীরা। তারা নথিপত্রে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। লক্ষ্মণবাবু অভিযোগ করেন, দলীয় পতাকা, সদস্য সংগ্রহ ফর্ম-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে নষ্ট হয়ে গিয়েছে। তাঁর আরও অভিযোগ, ‘‘শহিদ দিবসে কলকাতায় গিয়ে তৃণমূল নেতৃত্বের উস্কানিতে অনুপ্রাণিত হয়ে তাদের আশ্রিত দুষ্কৃতীরা মাঠে নেমে পড়েছে।’’

রাতেই বিজেপির কর্মী-সমর্থকেরা কার্যালয়ে জড়ো হন। মঙ্গলবার সকালে তাঁরা নিউ টাউনশিপ থানা ঘেরাও করেন। ঘটনার নিরপক্ষ তদন্ত করে অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবি জানান তাঁরা। পুলিশ অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ থামে। তৃণমূল অবশ্য হামলার কথা অস্বীকার করেছে। দলের নেতা উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নন। এটা বিজেপির অভ্যন্তরীণ কোন্দলের জের। এখন বিজেপিতে পুরনো ও নতুন, দুই গোষ্ঠীর বিবাদ শুরু হয়েছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement