নজরে ভোট, মহকুমা ধরে সম্মেলন শুরু তৃণমূলের

তৃণমূল সূত্রে জানা যায়, পঞ্চায়েতি রাজ নামে এই সম্মেলনগুলি শুরু হচ্ছে আজ, মঙ্গলবার থেকে। প্রথম সম্মেলনটি হবে বর্ধমান দক্ষিণের সেহারাবাজারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা ও বর্ধমান শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ০০:২৪
Share:

প্রতীকী ছবি।

পঞ্চায়েত ভোটের আগে জেলায় মহকুমা পর্যায়ের একটি করে সম্মেলন করতে চলেছে শাসকদল। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ভোটের জন্য কী ভাবে এগোতে হবে, সম্মেলন থেকে নেতারা বার্তা দেবেন।

Advertisement

তৃণমূল সূত্রে জানা যায়, পঞ্চায়েতি রাজ নামে এই সম্মেলনগুলি শুরু হচ্ছে আজ, মঙ্গলবার থেকে। প্রথম সম্মেলনটি হবে বর্ধমান দক্ষিণের সেহারাবাজারে। তার পরে উত্তর মহকুমায় বুদবুদে। ২০ ডিসেম্বর কাটোয়ার সম্মেলনি হবে খাজুরডিহিতে। সে দিনই কালনার সম্মেলন হবে পূর্বস্থলী থানার মাঠে।

তৃণমূল সুত্রে জানা যায়, এই সমস্ত সম্মেলনে পঞ্চায়েত সমিতির সভাপতি ও সদস্য, পঞ্চায়েতের প্রধান ও সদস্য এবং জেলা পরিষদের সদস্য-সহ দলীয় নেতা-কর্মীদের ডাকা হয়েছে। দলের জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেন, ‘‘প্রতিটি মহকুমায় সম্মেলনে থাকবেন দলীয় পর্যবেক্ষক তথা মন্ত্রী অরূপ বিশ্বাস।’’

Advertisement

পঞ্চায়েত ভোট উপলক্ষে সভা-সমিতি অবশ্য ইতিমধ্যে শুরু করেছে শাসকদল। সোমবার পূর্বস্থলী ১ ব্লকের সমুদ্রগড়ে একটি জনসভা করে তারা। এলাকার ৩০টি সংসদের কর্মী-সমর্থকেরা ছিলেন। সম্প্রতি এই এলাকায় সভা করে বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় এলাকায় অনুন্নয়নের অভিযোগ করেছিলেন। এ দিন তৃণমূলের সভায় স্বপনবাবু বিজেপি-কে আক্রমণ করেন। সভায় ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক।

রবিবার বর্ধমানের আমতলা গ্রামের শরৎপল্লিতে তৃণমূল এবং টিএমসিপি-র উদ্যোগে একটি বৈঠক হয়। ছিলেন বর্ধমান ১ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ দিলীপ চক্রবর্তী, জেলা টিএমসিপি-র সভাপতি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়। দিলীপবাবু জানান, পঞ্চায়েত নির্বাচনকে নজরে রেখে এলাকার মানুষ ও নেতা-কর্মীদের নিয়ে এই বৈঠক করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement