BJP: Worker

বিজেপির কর্মীর মূর্তি ভাঙার চেষ্টা কাঁকসায়, অভিযোগ অস্বীকার তৃণমূলের

২০১৮ সালের ৯ ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রূপগঞ্জ এলাকায় খুন হন বিজেপি কর্মী সন্দীপ ঘোষ।

Advertisement

নিজস্ব সংবাদাদাতা

কাঁকসা শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২১ ১৭:০৬
Share:

এই মূর্তি ভাঙার অভিযোগ।

প্রয়াত বিজেপি কর্মীর মূর্তি ভেঙে ফেলার চেষ্টা হল পশ্চিম বর্ধমানে। ঘটনায় অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তবে অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Advertisement

২০১৮ সালের ৯ ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার রূপগঞ্জ এলাকায় খুন হন বিজেপি কর্মী সন্দীপ ঘোষ। তিনি বিজেপির রূপগঞ্জ এলাকার বুথ সভাপতি ছিলেন। স্থানীয় বিজেপি কর্মীরা সন্দীপ ঘোষের স্মৃতির উদ্যেশ্যে রূপগঞ্জ মোড়ে তাঁর একটি আবক্ষ মূর্তি তৈরি করেন। সোমবার রাতে সেই মূর্তিতে হামলার ঘটনা ঘটে। বিজেপির আভিযোগ, তৃণমূলের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে। মুর্তি ভেঙে ফেলার পাশাপাশি ওই এলাকায় থাকা বিজেপির দলীয় পতাকা-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয় বলেও অভিযোগ। বিজেপি কর্মীরা এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন। যদিও তৃণমূলের স্থানীয় নেতৃত্ব তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ভিত্তিহীন বলেছেন। কাঁকসা থানার পুলিশ ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement