Kalna

Kalna municipality: শীর্ষ নেতৃত্বের নির্দেশে আপত্তি! অবাধ্যতার অভিযোগে বহিষ্কার তৃণমূল কাউন্সিলর

পূর্ব ঘোষণা মতোই বুধবার কালনা পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কালনা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ২১:৫৮
Share:

নিজস্ব চিত্র

পুরসভার চেয়ারম্যান নির্বাচনে তৃণমূল শীর্ষনেতৃত্বের নির্দেশ অমান্য করার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হল পূর্ব বর্ধমানের কালনা পুরসভার নব-নির্বাচিত কাউন্সিলর তপন পোড়েলকে। চেয়ারম্যান পদে শীর্ষনেতৃত্ব প্রস্তাবিত প্রার্থীকে না-চেয়ে শাসকদলের ১২ জন কাউন্সিলর বুধবার শপথ গ্রহণ অনুষ্ঠানে বিক্ষোভ দেখান। তপনকে চেয়ারম্যান করার দাবি জানান তাঁর অনুগামী কাউন্সিলররা। এর পরেই দলবিরোধী কাজের জন্য তপনকে দল থেকে বহিষ্কার করা সিদ্ধান্ত নিল তৃণমূল। কালনা শহরের দলীয় সভাপতি পদ থেকেও অপসারিত করা হয়েছে তপনকে।

Advertisement

পূর্ব ঘোষণা মতোই বুধবার কালনা পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল। তৃণমূল নেতৃত্বের তরফে কালনা পুরসভার চেয়ারম্যান হিসেবে আনন্দ দত্ত আর ভাইস চেয়ারম্যান তপনের নাম মনোনীত করা হয়। কিন্তু হঠাৎই শপথ গ্রহণ অনুষ্ঠানে বেঁকে বসেন তপন অনুগামীরা। তপনকে চেয়ারম্যান দেখতে চেয়ে তুমুল বিক্ষোভ দেখা ১২ জন কাউন্সিলর। মহকুমা শাসকের অনুপস্থিতিতেই ভোটাভুটির আয়োজন করা হয়। তাতে তপনের পক্ষে ১২টি ভোট পড়ে। অন্য দিকে, আনন্দ পান চারটি ভোট।

বিক্ষোভের সময় রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের সঙ্গেও বচসায় জড়িয়ে পড়তে দেখা গিয়েছে বিক্ষুব্ধ কাউন্সিলরদের। দোতলার বারান্দা থেকে ঝাঁপ মারাও চেষ্টা করেন কালনার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু। এর পরেই জেলাশাসক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেন, আইন শৃঙ্খলার অবনতির কারণে কালনা পুরসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হল। পরবর্তী দিনক্ষণ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। আর এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই তপনকে বহিষ্কার করল তৃণমূল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement