বিরোধী প্রার্থীর বাড়িতে হামলা, হুমকির নালিশ

সিপিএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বুধবার সকালে সেখানে যান। তিনি জানান, ইতিমধ্যে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তাঁর অভিযোগ, ‘‘তৃণমূল ভয় পেয়েছে। তাই এ ভাবে হুমকি দিচ্ছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ২৭ জুলাই ২০১৭ ০৮:১০
Share:

বাড়িতে বোমাবাজির চিহ্ন দেখাচ্ছেন সিপিএম প্রার্থী। নিজস্ব চিত্র।

মনোনয়ন পর্ব শেষ হয়নি। তার আগেই দুর্গাপুরে বিরোধীদের উপরে পরপর আক্রমণে অভিযোগ উঠছে শাসক দলের বিরুদ্ধে।দলের প্রার্থী ও কর্মী-সমর্থকদের নিরাপত্তা এবং সুষ্ঠ ভোট নিশ্চিত করার দাবি তুলেছে সিপিএম। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।

Advertisement

মঙ্গলবার রাতে ৩৯ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অনিতা সরকারের বাড়িতে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। সিপিএমের অভিযোগ, রাত সাড়ে ৮টা নাগাদ কয়েকজন যুবক এসে অনিতাদেবীকে প্রার্থিপদ প্রত্যাহারের জন্য চাপ দেয়। তিনি রাজি না হওয়ায় রাত ১১টা নাগাদ তাঁর বাড়ির গেটে বোমা ছোড়া হয়। অনিতাদেবী বলেন, “এ ভাবে ভয় দেখিয়ে লাভ হবে না। মানুষ আমার সঙ্গে আছেন।’’

সিপিএমের জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বুধবার সকালে সেখানে যান। তিনি জানান, ইতিমধ্যে বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। তাঁর অভিযোগ, ‘‘তৃণমূল ভয় পেয়েছে। তাই এ ভাবে হুমকি দিচ্ছে।’’

Advertisement

ওই রাতেই পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের রহিম পথে কংগ্রেস প্রার্থী জয়িতা প্রসাদের বাড়িতে চড়াও হয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী জানান, কয়েকজন দুষ্কৃতী মোটরবাইক নিয়ে মঙ্গলবার রাতে জয়িতার বাড়িতে এসে মনোনয়ন তোলার জন্য হুমকি দেয়। না হলে ভোটের দিন ভোট লুঠের হুমকি দেয়। দেবেশবাবুর অভিযোগ, ‘‘শুধু প্রার্থী নয়, তাঁর প্রস্তাবককেও হুমকি দিচ্ছে তৃণমূলের লোকজন।’’

এরই মধ্যে বুধবার দুপুরে ১৫ নম্বর ওয়ার্ডের সিপিআই প্রার্থী কাকলি মণ্ডল প্রার্থীপদ প্রত্যাহার করে নেন। চেষ্টা করেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে দলের একাংশের অভিযোগ, ওই প্রার্থীকে হুমকি দিচ্ছিল শাসকদল। তার পরেই তিনি মনোনয়ন প্রত্যাহারের কথা দলকে জানান। সিপিআইয়ের দুর্গাপুর লোকাল কাউন্সিলের সম্পাদক রবীন্দ্রনাথ ঠাকুরকে অবশ্য বারবার ফোন করা হলেও তিনি ধরেননি।

সোমবার ৩৯ নম্বর ওয়ার্ডে আশিসনগরে প্রচারে বেরিয়ে দলের কর্মীরা আক্রান্ত হওয়ার পরে উল্টে তাঁদের বিরুদ্ধেই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে বলে নালিশ সিপিএমের। অভিযোগ, সে দিন ৪০-৫০ জনের একটি দলের হামলার মুখে পড়েন সিপিএম নেতা পঙ্কজবাবু, এসএফআই নেতা শুভজিৎ রায়-সহ অন্য কর্মীরা। শুভজিৎকে হাসপাতালে ভর্তি করতে হয়।

পঙ্কজবাবু এ দিন অভিযোগ করেন, ‘‘আমাদের উপরে আক্রমণ হল। অথচ, আমাদের বিরুদ্ধেই অভিযোগ হয়েছে থানায়। ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়ার চক্রান্ত করছে তৃণমূল।’’ যদিও পুলিশ জানিয়েছে, দু’পক্ষই অভিযোগ করেছে। তদন্ত চলছে।

বিরোধীদের সব অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন তৃণমূলের নেতারা। দলের দুর্গাপুর জেলা সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, ‘‘সব ভিত্তিহীন অভিযোগ। নিজেদের অস্তিত্ব নজরে আনতে ওরা এ সব মিথ্যে কথা বলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement