Asansol

Asansol Municipality By Election: পুরসভার উপনির্বাচন ঘিরে তপ্ত আসানসোল, তৃণমূল-বিজেপির মধ্যে সংঘর্ষে জখম এক

বিজেপি কর্মীরা ‘বহিরাগত’ বলে দাবি করে তৃণমূল। পুলিশ দু’পক্ষকে সরানোর চেষ্টা করে। এর মধ্যেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২২ ১১:৪৬
Share:

তৃণমূল-বিজেপি সংঘর্ষে মাথা ফাটল এক জনের। — নিজস্ব চিত্র।

পুরসভার উপনির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠল আসানসোল। রবিবার তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এক বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

আসানসোল পুর নিগমের ছয় নম্বর ওয়ার্ডে উপনির্বাচন চলছে রবিবার। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন পুর নিগমের মেয়র বিধান উপাধ্যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার আসানসোলের জেকে নগর মোড় এলাকায় ২ নম্বর জাতীয় সড়কের উপরে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে দলীয় কর্মীরা জমায়েত করেছিলেন। সেই সময় তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার নেতৃত্বে জোড়াফুল শিবিরের কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি কর্মীরা ‘বহিরাগত’ বলে দাবি করে তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দু’পক্ষকে সরানোর চেষ্টা করে। এর মধ্যেই তৃণমূল এবং বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিজেপির অভিযোগ, বাবলু পাসওয়ান নামে তাদের এক কর্মীর মাথা ফেটে গিয়েছে। ঘটনাস্থলে আরও পুলিশ যায়। দুই পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সময় বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই পুলিশের উদ্দেশে বলেন, ‘‘পুলিশ বীরভূমের গুন্ডাদের পাহারা দিয়ে ঢোকাচ্ছে। ভোট লুট করতে সাহায্য করছে। তৃণমূলের দালাল পুলিশ। আপনারা সাবধান হয়ে যান।’’

এ নিয়ে তৃণমূল নেতা বিনোদ নুনিয়ার অবশ্য দাবি, ‘‘লক্ষ্মণ ঘোড়ুই দুর্গাপুর থেকে বহিরাগতদের নিয়ে এসে জমায়েত করেছিলেন। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার সময় লাঠিচার্জ করেছে। আমি এ সব কিছুই করিনি। কোথায় মদ খেয়ে পড়ে গিয়ে মাথা ফেটেছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement