বহু কোটি টাকার আবগারি শুল্ক বকেয়া পড়ে দীর্ঘ দিন। বারবার বলা সত্ত্বেও তা না মেটানোয় দুর্গাপুরের অঙ্গদপুরের একটি ফেরো-অ্যালয় কারখানা থেকে সম মূল্যের উৎপাদিত সামগ্রী বাজেয়াপ্ত করল কেন্দ্রীয় আবগারি ও আয়কর দফতর।
দফতর সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের ওই কারখানায় ৩৬ কোটি ৮৫ লক্ষ ৯২ হাজার ৮৩৫ টাকা শুল্ক বকেয়া পড়ে রয়েছে। অভিযোগ, গত ছ’মাস ধরে বার বার বলা সত্ত্বেও কারখানা কর্তৃপক্ষ তা মেটানোর বিষয়ে কোনও পদক্ষেপ করেননি। শেষমেশ গত ৩১ জানুয়ারি কারখানায় অভিযান চালানো হয়। দুর্গাপুরের জয়েন্ট কমিশনার হিতেশ গোদালা বলেন, ‘‘বকেয়া মেটানোর জন্য এক মাস সময় দেওয়া হয়েছে কারখানা কর্তৃপক্ষকে। সময়সীমা পেরিয়ে গেলে নিলাম করে বাজেয়াপ্ত সামগ্রী বিক্রি করে
দেওয়া হবে।’’
দফতরের দাবি, আপাতত কারখানা কর্তৃপক্ষের দেওয়া হিসেব অনুযায়ী সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। নিলাম করতে হলে তার আগে বাজেয়াপ্ত সামগ্রীর দাম নিশ্চিত করতে সরকারি ‘ভ্যালুয়ার’ নিয়োগ করা হবে।
এ দিন হিতেশবাবু জানান, একই রকম অভিযোগে গত ২০ ডিসেম্বর বাঁকুড়ার জুনবেদিয়ার একটি কারখানা থেকেও এক কোটি ছ’লাখ টাকার সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে।