CPM

ঘরের মেয়ে নন, মমতা শুধু ‘পিসি’, কটাক্ষ সূর্যকান্তের

সরকার গড়ার মতো আসন না পেলে বিজেপি-তৃণমূল জোট বেঁধে সরকার গড়বে দাবি করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২১ ০৬:২৬
Share:

ফাইল চিত্র।

সরকার গড়ার মতো আসন না পেলে বিজেপি-তৃণমূল জোট বেঁধে সরকার গড়বে দাবি করলেন সিপিএমের পলিটব্যুরো সদস্য সূর্যকান্ত মিশ্র। রবিবার জামালপুরের মাঠে জনসভা করেন তিনি। সেখানেই তাঁর দাবি, ‘‘তৃণমূল ও বিজেপি সেকুলার ফ্রন্ট গড়তে বাধা দিচ্ছে। মানুষকে বিভ্রান্ত করছে।’’ কলকাতার হরিশ চ্যাটার্জি স্ট্রিট আগে কী ছিল, আর এখন মুখ্যমন্ত্রীর পাড়ার কেমন অবস্থা, তা নিয়েও কটাক্ষ করেন তিনি।

Advertisement

শনিবার ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ স্লোগান আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করেছে তৃণমূল। ২০১৬-র ভোটের কায়দায় নিজের ‘ঘরের মেয়ে’ ভাবমূর্তিকে সামনে রেখে এগোচ্ছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এ দিন সূর্যকান্তের কটাক্ষ, ‘‘মমতা বাংলার মেয়ে নন, উনি পিসি। ভাইপোর পিসি। বাংলার আসল মেয়ে যাঁরা মাঠেঘাটে লড়াই করছে।’’ কয়লা-কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিবিআই যাওয়া প্রসঙ্গেও তিনি বলেন, ‘‘সবে খেলা শুরু হয়েছে। তবে বেশি দূর যাবে না। যেমন পুলিশ কমিশনারের কিছু হয়নি।’’

সম্প্রতি একটি জনপ্রিয় গানের প্যারোডি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করেন সূর্যকান্তবাবু। তা নিয়ে বিতর্কও হয়। এ দিন তিনি বলেন, ‘‘মূল গানটা শুনিনি। তবে যেটা শুনেছি কথাগুলো ভাল। তাই শেয়ার করেছি।’’ পুরনো বামকর্মীদের ফিরে আসারও আহ্বান করেন তিনি। তাঁর দাবি, ‘‘২৮ তারিখ ব্রিগেড রয়েছে। ওই দিন প্রধানমন্ত্রীও আসবেন। আসলে সংবাদমাধ্যমকে তৃণমূল ও বিজেপির মধ্যে ভাগ করে দেওয়াটাই উদ্দেশ্য।’’

Advertisement

জামালপুর পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি মেহমুদ খানের দাবি, ‘‘কাল্পনিক কথাবার্তা বলছেন উনি। তৃণমূল একাই ক্ষমতায় আসবে।’’ বিজেপি নেতা জিতেন ডোকালেরও দাবি, তাঁরা একাই পরিবর্তন আনবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement