সরকারি পদের অমর্যাদা করে গাড়িতে ভুল নেমপ্লেট ব্যবহার করার অভিযোগে কংগ্রেসের কালনা মহকুমার সভাপতি রবীন্দ্রনাথ মণ্ডলকে গ্রেফতার করল পুলিশ। তবে শুক্রবার জামিন পেয়ে যান তিনি। এসিজেএম সৌরভ আদক ওই গাড়িটির ব্যাপারে ২ জানুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দেন।
৫৮ বছরের এই কংগ্রেস নেতা সাদা রঙের একটি গাড়ি চড়েই দলীয় প্রচার-সহ নানা অনুষ্ঠানে যেতেন। ২৮ ডিসেম্বরও দলের প্রতিষ্ঠা দিবসে তাকে ডব্লুবি ৪৪ই/৭৬৫৪ নম্বরের ওই গাড়ি নিয়ে ঘুরতে দেখা যায়। পুলিশের দাবি, গাড়িটির সামনে লেখা রয়েছে, ‘নিরঞ্জন খাদি, ইউনিট অফ কেভিআইসি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া’। বিষয়টি তাদের নজরে আসতেই খোঁজখবর শুরু করেন তাঁরা। রাতে ওই নেতার বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় তাঁকে। বুলবুলিতলা পুলিশ ফাঁড়ির এসআই রণজিৎ মুখোপাধ্যায় তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন। তবে এ দিন আদালতে যাওয়ার পথে রবীন্দ্রনাথবাবু বলেন, ‘‘কোনও অন্যায় করিনি। আমি ষড়যন্ত্রের শিকার।’’ জেলা কংগ্রেস সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য জানান, নেমপ্লেটে যে নাম ছিল সে নামেই জেলা পরিবহণ দফতর থেকে গাড়িটির রেজিস্ট্রেশন হয়েছে। এই নামে ব্যাঙ্কেও ঋণ রয়েছে। অভিজিৎবাবুর দাবি, ‘‘রবীন্দ্রনাথবাবু দীর্ঘদিন ধরে খাদির সঙ্গে যুক্ত। তাঁকে চক্রান্ত করে পুলিশকে ব্যবহার করে ফাঁসানো হয়েছে।’’ শাসকদলের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা।
তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথের অবশ্য দাবি, ‘‘এর সঙ্গে আমাদের যোগ নেই। তবে ভারত সরকারের স্টিকারের অপব্যবহার অনুচিত। পুলিশ বিষয়টি দেখছে।’’