Aadhar card Inactive

আধার ‘নিষ্ক্রিয়’, চিঠিতে আতঙ্কিত কাঁকসার ১১ জন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনকাটি পঞ্চায়েতের এগারো মাইল এলাকায় পূর্ব বঙ্গ থেকে আসা বহু মানুষ দীর্ঘদিন বাস করছেন। তাঁদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ০৮:১৭
Share:

—প্রতীকী চিত্র।

আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি
এ বার পৌঁছল কাঁকসায়। বনকাটি পঞ্চায়েত এলাকার কয়েক জনের নামে এই চিঠি এসেছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১১ জনের আধার বাতিল করে দেওয়া হয়েছে বলে চিঠি এসেছে, দাবি কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্যের। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বনকাটি পঞ্চায়েতের এগারো মাইল এলাকায় পূর্ব বঙ্গ থেকে আসা বহু মানুষ দীর্ঘদিন বাস করছেন। তাঁদের ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড রয়েছে। শনিবার হঠাৎ ১১ জনের কাছে আধার কার্ড বাতিলের চিঠি আসায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। কারণ, চিঠিতে উল্লেখ করা হয়েছে, নথি অনুযায়ী ভারতে থাকার শর্ত তাঁরা পূরণ করতে পারেননি। এমন চিঠি পেয়েছেন স্থানীয় বাসিন্দা সুভাষ সরকারও। তিনি বলেন, ‘‘আধার নম্বর যুক্ত না থাকলে বর্তমানে প্রায় কোনও সরকারি পরিষেবাই মেলে না। রেশন থেকে শুরু করে ব্যাঙ্ক, সব জায়গাতেই সমস্যায় পড়তে হবে।’’

ইলামবাজার কলেজের স্নাতকের প্রথম বর্ষের ছাত্রী, এগারো মাইল এলাকার তরুণী আশা বিশ্বাসের
দাবি, সম্প্রতি কলেজের পরীক্ষার
জন্য ফর্ম পূরণ করতে গিয়ে জানতে পারেন, তাঁর আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। তাই ফর্ম পূরণ করা যাবে না। শনিবার বাড়িতে তিনি, তাঁর মা ও বাবার নামে আধার কার্ড নিষ্ক্রিয় হওয়ার চিঠি এসে পৌঁছয়। যদিও তাঁর দাদা কোনও চিঠি পাননি। আশা বলেন, ‘‘দ্রুত যদি সমস্যা না মেটে তাহলে আমার আর পরীক্ষা দেওয়া হবে না। খুব দুশ্চিন্তায় আছি।’’ আর এক বাসিন্দা তৃপ্তি মজুমদার বলেন, ‘‘আমরা দীর্ঘদিন ধরে এখানে বাস করছি। কেন আধার বাতিল হল, তা বুঝতে পারছি না।’’

Advertisement

এমন চিঠি পেয়ে বাসিন্দারা যোগাযোগ করেন স্থানীয় পঞ্চায়েত সদস্য গোবিন্দ বিশ্বাসের সঙ্গে। গোবিন্দ বলেন, ‘‘আমরা পুরো
বিষয়টি নিয়ে ধোঁয়াশায় রয়েছি। ওঁরা দীর্ঘদিন ধরে বাস করছেন এখানে। আশা করি, নিশ্চয় সমস্যা মিটবে।’’ তবে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি তথা তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভবানীপ্রসাদ বলেন, ‘‘কেন্দ্রীয় সরকার কতটা জনবিরোধী, এটা তার অন্যতম উদাহরণ। এক কলেজ ছাত্রী ফর্ম পূরণ করতে গিয়ে জানতে পারেন, আধার বাতিল করা হয়েছে। তিনি না কি ভারতের নাগরিক নন! পরীক্ষা দিতে না পারলে পড়াশোনা শেষ হয়ে যাবে। এর বিরুদ্ধে তীব্র আন্দোলন হবে।’’

বিজেপির বর্ধমান (সদর) সহ-সভাপতি রমন শর্মার পাল্টা দাবি, ‘‘হতে পারে নথিতে কিছু ত্রুটি ছিল। আমরা বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রককে জানাব। যাঁরা বৈধ নাগরিক, তাঁদের কোনও সমস্যা হবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement