marriage

Burdwan: ফুল নয়, আঙুর-খেজুর-চেরিফল দিয়ে সাজানো গাড়িতে চেপেই বিয়ে করতে গেলেন বর্ধমানের সৌরভ

কথায় আছে শখের দাম লাখ টাকা। শখ পূরণের জন‍্য কত লোকে কত কী করেন!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২২ ২৩:০৭
Share:

নিজস্ব চিত্র।

কথায় আছে শখের দাম লাখ টাকা। শখ পূরণের জন‍্য কত লোকে কত কী করেন! এ বার নিজের বিয়েতেই চমক দিলেন পূর্ব বর্ধমানের জামালপুরের যুবক সৌরভ পাল।

Advertisement

সচরাচর বরের গাড়ি সাজানো হয় রকমারি ফুল দিয়ে। সম্প্রতি এ-ও দেখা গিয়েছে, সাইকেলে করে বিয়ে করতে যাচ্ছেন বর। আবার রোড রোলার চালিয়ে বিয়ে করতে যাওয়ার কীর্তিও রয়েছে। কিছু দিন আগেই আবার গুগুল মিটে বিয়ে দেখে ভুঁড়ি ভোজ করলেন অনেকেই। তেমনই জামালপুরের সৌরভ আবার নতুন কিছু করার কথা ভাবলেন।

সৌরভ চেয়েছিলেন, ফুল দিয়ে নয়, ফল দিয়ে সাজানো হোক তাঁর বিয়ে করতে যাওয়ার গাড়ি। যেমন ভাবা, তেমনই কাজ। বেদানা, আঙুর, খেজুর, চেরিফল দিয়েই সাজানো হল বরের গাড়ি। ফল দিয়েই গাড়ি সামনে বানানো হয়েছে বিশালাকার ইংরেজি ‘এস’ অক্ষর।

Advertisement

সৌরভের বন্ধু বিশ্বরূপ গুহ বলছেন, ‘‘ও এটাই চেয়েছিল। সেই ভাবেই সাজিয়ে দিয়েছি আমরা।’’ সৌরভের বিয়ের গাড়ি সাজাতে লেগেছে ২২ কেজি আঙুর, আড়াই কেজি খেঁজুর, ৫০০ বেদানা এবং দেড় কেজি চেরি ফল, জানাচ্ছেন সৌরভেরই পরিবারের সদস্য রবীন্দ্রনাথ পাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement