গৌতম দেব। ফাইল চিত্র।
দামোদরের পাড়ে বন্ধ পড়ে থাকা পর্যটন দফতরের বাংলো ‘রিভিয়েরা’ দুর্গাপুজোর আগেই খোলার আশ্বাস দিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। আজ, বৃহস্পতিবার তিনি বিষয়টি নিয়ে কলকাতায় পর্যটন উন্নয়ন নিগমের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানিয়েছেন।
বুধবার দুর্গাপুরে হোটেল ম্যানেজমেন্ট কলেজের উদ্বোধনে এসে মন্ত্রী পর্যটনের বিকাশে রাজ্য সরকারের নানা পদক্ষেপের কথা বলেন। তিনি জানান, রাজস্ব বৃদ্ধিতে পর্যটন শিল্পে বিশেষ জোর দেওয়া হচ্ছে। লোকসানে চলা পর্যটন দফতরের লজ, রিসর্ট, বাংলো বেসরকারি সংস্থার হাত থেকে নিয়ে নতুন ভাবে সেগুলি ঢেলে সাজানো হবে বলে তিনি জানান। দফতরের হাতে থাকা বিভিন্ন সম্পত্তির সংখ্যা ৩৪ থেকে বাড়িয়ে একশো করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। গৌতমবাবু বলেন, ‘‘পর্যটন শিল্পকে লাভজনক করে তুলতে নানা ভাবে চেষ্টা চলছে। বিভিন্ন পর্যটন স্থানের সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ চলছে।’’
দুর্গাপুরের বীরভানপুরে রাজ্য পর্যটন উন্নয়ন নিগম ‘রিভিয়েরা’ নামে বাংলোটি তৈরি করে সত্তরের দশকে। পর্যটকদের জন্য যাবতীয় আধুনিক সুযোগ-সুবিধার ব্যবস্থা ছিল। প্রথম দিকে পর্যটন দফতর বাংলোটি নিজেরা চালালেও পরে তা ‘লিজ’ দেওয়া হয়। তাই শুধু পর্যটকেরা নন, বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থা ওই বাংলো কর্মী সম্মেলন-সহ নানা অনুষ্ঠানে ব্যবহার করত। বছর দশেক আগে থেকে ধুঁকতে শুরু করে সেটি। নিয়মিত রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে বাংলো-ভবনটি জৌলুস হারায়। কয়েক বছর আগে পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যায় বাংলোটি। ঝোপ-জঙ্গলে ভরে ওঠে বাংলো চত্বর। বুধবার মন্ত্রী জানান, রিভিয়েরা ফের চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। কলেজের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে মন্ত্রী বাংলো পরিবদর্শন করেন। মন্ত্রী বলেন, ‘‘রিভিয়েরা সংস্কারের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার নিগমের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে বৈঠকে বসব। দুর্গাপুজোর আগেই যাতে রিভিয়েরা ফের চালু করে ফেলা যায়, সে ভাবেই পদক্ষেপ করা হচ্ছে।’’