ডেঙ্গি রুখতে ব্যবস্থার দাবি কাঁকসায়

পাশের শহরেই লাফিয়ে বাড়ছে অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা। কিন্তু দুর্গাপুর লাগোয়া কাঁকসায় মশা নিধনে তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কাঁকসা শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০২:২৮
Share:

পাশের শহরেই লাফিয়ে বাড়ছে অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা। কিন্তু দুর্গাপুর লাগোয়া কাঁকসায় মশা নিধনে তেমন ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে অভিযোগ বাসিন্দাদের। তাঁদের অভিযোগ, কোথাও জঙ্গলে ভরে গিয়েছে, কোথাও আবর্জনার উপরে জল জমে রয়েছে। কিন্তু সে ভাবে ব্লিচিং পাউডার বা মশা মারার কীটনাশক স্প্রে করা হচ্ছে না। ব্লক প্রশাসনের তরফে অবশ্য জানানো হয়, সোমবারই পানাগড় বাজারে অভিযান চালানো হয়েছে। অন্যত্রও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Advertisement

কাঁকসার বেশির ভাগ এলাকাই জঙ্গলে ঘেরা গ্রাম। বাসিন্দারা জানান, পানাগড় বাজার থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম— সর্বত্রই মশার উপদ্রবে নাজেহাল তাঁরা। বর্ষায় ঝোপঝাড় বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। নানা জেলায় ডেঙ্গির খবর মেলা সত্ত্বেও স্থানীয় প্রশাসনের তরফে এখানে কোনও উদ্যোগ চোখে পড়েনি বলে অভিযোগ। পানাগড় রেলপাড় এলাকায় নিকাশি ব্যবস্থা নিয়ে বরাবরই সমস্যা রয়েছে। এই এলাকায় নর্দমার জল এক জায়গায় জমে যাচ্ছে। স্থানীয় বাসিন্দা কিংশুক ঘোষ বলেন, ‘‘আমাদের এলাকায় যে ভাবে মশা বেড়েছে, তাতে দিনেও মশারির ভিতরে কাটাতে হচ্ছে।’’

পানাগড় বাজারে রয়েছে পুরনো গাড়ি কেনাবেচার বাজার। ২ নম্বর জাতীয় সড়কের পাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গাড়ির যন্ত্রাংশ থেকে টায়ার। সেগুলির জমা জলে মশা বংশবিস্তার করতে পারে। সোমবার এক দফা অভিযান হলেও এই সব জায়গা নিয়মিত পরিষ্কার করা হচ্ছে না বলে দাবি এলাকাবাসীর। স্থানীয় বাসিন্দা সুশোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘প্রশাসনের তরফে তেমন উদ্যোগ চোখে পড়ছে না।’’ কাঁকসার বিভিন্ন গ্রামের অবস্থা আরও খারাপ বলে অভিযোগ কাঁকসার বিডিও অরবিন্দ বিশ্বাস বলেন, ‘‘আমরা বিভিন্ন পঞ্চায়েতের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা নিচ্ছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement