Ranigunj

রানিগঞ্জে ‘লকডাউন’ করার আবেদন স্বাস্থ্যকর্তার

স্বাস্থ্য দফতর সূত্রের দাবি, বিএমওএইচ মনোজ শর্মা ১৪ জুলাই মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ই-মেল করে জানিয়েছেন, রানিগঞ্জ পুর-এলাকায় করোনা সংক্রমণের ঘটনা ঘটছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২০ ০৫:৪৭
Share:

এই সেই ই-মেল। নিজস্ব চিত্র

করোনা-পরিস্থিতির মধ্যে রানিগঞ্জ যে চিন্তা বাড়াচ্ছে, তা আগেই জানাচ্ছিলেন জেলার স্বাস্থ্য-কর্তারা। এ বার এক ধাপ এগিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে রানিগঞ্জ পুর-এলাকায় ‘লকডাউন’ করার আবেদন জানালেন বিএমওএইচ (আলুগড়িয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র)।

Advertisement

স্বাস্থ্য দফতর সূত্রের দাবি, বিএমওএইচ মনোজ শর্মা ১৪ জুলাই মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ই-মেল করে জানিয়েছেন, রানিগঞ্জ পুর-এলাকায় করোনা সংক্রমণের ঘটনা ঘটছে। পাশাপাশি, আক্রান্তদের বেশির ভাগই বাইরে যাননি। ফলে, উদ্বেগ আরও বেড়েছে। সেই সঙ্গে ওই ই-মেলে আরও দাবি করা হয়েছে, ‘এখানে গোষ্ঠী-সংক্রমণের আশঙ্কা রয়েছে। ভবিষ্যতে বড় বিপর্যয় হতে পারে’। মনোজবাবু বুধবার বলেন, “রানিগঞ্জে দৈনিক সংক্রমণের খোঁজ পাওয়া যাচ্ছে। অথচ, প্রশাসন শত চেষ্টা করেও নাগরিকদের হুঁশ ফেরাতে পারছে না। তাই নাগরিক-সুরক্ষার কথা ভেবেই সিএমওএইচ-এর কাছে ১৫ দিন ‘লকডাউন’ ঘোষণা করার আবেদন জানিয়েছি।”

কিন্তু কেন এই আর্জি? ব্লক স্বাস্থ্য দফতরের দাবি, এর নেপথ্যে রয়েছে রানিগঞ্জের করোনা আক্রান্তের পরিসংখ্যান। গত ৯ ও ১০ জুলাই ১৭ জন করোনা আক্রান্ত হন। তার পরে ১১ জুলাই জেলা প্রশাসন পুর এলাকার কুমারবাজার ও বার্নস প্লটের মোট ২৩টি বাড়িকে কেন্দ্র করে দু’টি ‘গণ্ডিবদ্ধ এলাকা’ ঘোষণা করে। তার পরেও, ১৪ ও ১৫ জুলাই ফের দু’জন করোনা আক্রান্তের হদিস মিলেছে বলে জানান মনোজবাবু। দু’জন আক্রান্তের বয়সই পঞ্চাশোর্ধ্ব। তাঁদের কাঁকসার কোভিড-হাসপাতালে ভর্তি করানো হয়েছে। রানিগঞ্জে গত ৭ জুলাই থেকে এ পর্যন্ত পুর-এলাকায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২৫ জন। এর মধ্যে বুধবার রাত পর্যন্ত এক আক্রান্ত মহিলার খোঁজ মেলেনি।

Advertisement

এ দিকে, বিষয়টি নিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ) দেবাশিস হালদার বলেন, ‘‘বিএমওএইচ-এর আবেদনের ভিত্তিতে প্রশাসনিক পর্যায়ে চিন্তাভাবনা শুরু হয়েছে।’’ জেলাশাসক (পশ্চিম বর্ধমান) পূর্ণেন্দু মাজিও বলেন, “বিএমওএইচ-এর আবেদন বিবেচনা করা হচ্ছে। রানিগঞ্জবাসীর কাছে আর্জি, সতর্কতাবিধি মানুন। কারণ, নাগরিকেরা সচেতন না হলে শুধু লকডাউন করে সমস্যা মিটবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement