Bardhaman

বজ্রপাতে নিহত ৪ জনের পরিবারকে আর্থিক সাহায্য পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের

রবিবার জেলাশাসকের সভাকক্ষে নিহতদের পরিবারের সদস্যদের হাতে দু'লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বর্ধমান শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ১৭:৩৭
Share:

জেলাশাসকের সভাকক্ষে চেক তুলে দেওয়া হচ্ছে নিহতদের পরিবারের দস্যদের হাতে। নিজস্ব চিত্র

বজ্রপাতে শনিবার পূর্ব বর্ধমানে মৃত্যু হয়েছিল ৪ জনের। ২৪ ঘণ্টার মধ্যে নিহতদের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দিল পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।

Advertisement

রবিবার জেলাশাসকের সভাকক্ষে নিহতদের পরিবারের সদস্যদের হাতে দু'লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়। সেখানে জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা ছাড়াও ছিলেন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জামালপুরের বিধায়ক অলক মাঝি এবং জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান ।

শনিবার পূর্ব বর্ধমানের জামালপুরে বজ্রপাতে মৃত্যু হয় ৪ জনের। জখম হন একজন। মৃতেরা হলেন রঞ্জিত গোয়ালা (৪০),অরূপ বাগ (৪০),শম্ভুচরণ দাস (৫২) এবং অধীর মালিক (৪৯)। জখম হন মনু আইরি। জামালপুর থানার গুড়েঘর গ্রামের বাসিন্দা রঞ্জিত। অরূপের বাড়ি কাঁশরা গ্রামে। নিহত শম্ভুচরণ জ্যোৎশ্রীরাম গ্রামে এবং অধীরের বাড়ি মুহিন্দর গ্রামে । বজ্রপাতে জখম মনু আইরি সম্পর্কে রঞ্জিত গোয়ালার শ্যালক। তিনি কালনা মহকুমার তিলডাঙা গ্রামের বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement