পুজোর রজত-জয়ন্তী বর্ষ হিসাবে এবারের থিম, ‘কন্যা ভ্রুণ হত্যা নয়’, ‘১৮ বছরের আগে মেয়েদের বিয়ে নয়’, ‘নারী নির্যাতন নয়।’ ক্লাবের নাম মহম্মদবাজার সংগঠন ক্লাব। বৃহস্পতিবার থিম পুজোর উদ্বোধন করলেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, ছিলেন বিধায়ক নীলাবতী সাহা, অশোক চট্টোপাধ্যায় ও নরেশ বাউরি প্রমুখ।
এ ক্লাবের প্রায় ৪৫-৪৬ বছর আগের কথা। মহম্মদবাজার থানা পাড়ার কয়েকজন যুবক থানার পাশে কালী পুজো শুরু করেন। তাঁদের অনেকেই আজ বেঁচে নেই। আর্থিক কারণে সে সময় দুর্গা পুজো করা সম্ভব হয়ে ওঠেনি। তাই দুর্গা পুজো থেকে সরে কালী পুজো দিয়েই পাড়ায় পুজোর সূচনা হয়। তবে স্বপ্ন ছিল সুন্দর মন্দির হবে, সেই মন্দিরে দুর্গা পুজো হবে। এখন সেই পুজো হয়। এলাকার বিগ বাজেট পুজো বা সেরা পুজোর অন্যতম হিসাবেও দাবি রাখে সংগঠনের দুর্গা পুজো।
থিম প্রসঙ্গে কথা হচ্ছিল সংস্থার বর্তমান সভাপতি তাপস সিংহ ও অলক ভট্টাচার্যর সঙ্গে। তাঁদের কথায়, প্রথমত গ্রাম বাংলার লোকজন এখনও মেয়েদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ভোগেন ও নানা কুসংস্কারে বিশ্বাসী। সমাজকে সচেতন করার লক্ষ্যেই এমন থিম। সদস্য প্রদীপ মণ্ডল, নির্মল সাধুরা জানান, মণ্ডপে সেফ ড্রাইভ সেভ লাইফের বিষয়ও থাকছে।
ক্লাবের সংস্কৃতির কর্ণধার স্বপন সিংহ ও তপন রায়রা জানান, পুজোর চারদিনেই থাকছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারের পুজোর
অনেক কিছুই সামলাচ্ছেন ক্লাবের মহিলা সদস্যারা।
(তথ্য: ভাস্করজ্যোতি মজুমদার ও অরুণ মুখোপাধ্যায়)