Crime Against Women

টিউশন দেওয়া শেষে ছাত্রীকে জোর করে চুম্বন! মেমারিতে গৃহশিক্ষককে গ্রেফতার করল পুলিশ

শনিবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে হাজির করানোর পর বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক বর্ষা বনসল আগরওয়াল।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

মেমারি শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪ ২৩:৫১
Share:

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

টিউশন দেওয়া শেষে ছাত্রীকে জোর করে চুম্বনের অভিযোগ উঠল এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। সম্প্রতি পূর্ব বর্ধমানের মেমারিতে ঘটনাটি ঘটেছে। অভিযোগের ভিত্তিতে ওই গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি মেমারি থানার আমবাগান এলাকায়। তিনি পেশায় গৃহশিক্ষক। শুক্রবার বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইন (পকসো)-র অধীনে মামলা রুজু হয়েছে।

শনিবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে হাজির করানোর পর বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক বর্ষা বনসল আগরওয়াল। আগামী ৩ জানুয়ারি অভিযুক্তকে ফের আদালতে হাজির করানো হবে।

Advertisement

ইতিমধ্যে ধৃতের মেডিক্যাল পরীক্ষা করানোর জন্য আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার। বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক। ওই ছাত্রীর গোপন জবানবন্দি নথিভুক্ত করানোরও নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, বছর ষোলোর ওই কিশোরী দশম শ্রেণির ছাত্রী। অভিযুক্তের কাছে টিউশন নিত সে। বৃহস্পতিবার দুপুরে টিউশন শেষে হেঁটে বাড়ি ফিরছিল ওই ছাত্রী। সে সময় গৃহশিক্ষক তার পথ আটকে তাকে জোর করে চুম্বন করেন বলে অভিযোগ। বাড়ি ফিরে ওই ছাত্রী পরিবারের লোকজনকে ঘটনার কথা জানালে পরিবারের তরফে এ নিয়ে অভিযোগ দায়ের করা হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement