Coronavirus in Lockdown

এক সপ্তাহে হবে হাসপাতাল, দাবি

এই হাসপাতাল গড়ার জন্য মহকুমা হাসপাতালের জামাকাপড় রাখার জায়গা অন্যত্র সরানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুন ২০২০ ০৩:২৭
Share:

হাসপাতালে পরিদর্শন। নিজস্ব চিত্র

একশো শয্যার ‘প্রি-কোভিড’ হাসপাতাল চালু হতে চলেছে কালনায়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মহকুমা হাসপাতাল চত্বরের মধ্যেই আলাদা পরিকাঠামো নিয়ে এই হাসপাতাল হবে। দিন সাতেকের মধ্যেই হাসপাতাল চালু হবে, দাবি জেলা স্বাস্থ্য দফতরের। জানা গিয়েছে, করোনা আক্রান্ত ব্যক্তির অন্য জটিল রোগ থাকলে তাঁর চিকিৎসা হবে কোভিড হাসপাতালে। প্রি-কোভিড হাসপাতালে সাধারণ করোনা আক্রান্তের চিকিৎসা হবে। তবে ভেন্টিলেটর-সহ নানা পরিকাঠামো থাকবে এখানেও।

Advertisement

শুক্রবার বিকেলে কালনা মহকুমা হাসপাতাল পরিদর্শন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায়, ডেপুটি সিএমওএইচ ১ জয়ব্রত রায়, কালনার এসিএমওএইচ চিত্তরঞ্জন দাস, কালনা মহকুমা হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বরাই ও পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারেরা। দফায় দফায় পরিদর্শন, আলোচনার পরে ঠিক হয়, পুরুষ মেডিসিন এবং মহিলা মেডিসিন বিভাগ যেখানে রয়েছে সেখান থেকে এই ওয়ার্ড দু’টি অন্যত্র সরিয়ে ওই জায়গায় গড়া হবে ‘প্রি-কোভিড’ হাসপাতাল। ভবনের নীচতলায় থাকবে ৫৫ থেকে ৬০টি শয্যা এবং উপরের তলায় থাকবে ৪০ থেকে ৪৫টি শয্যা। প্রয়োজনীয় পরিকাঠামো গড়ার জন্যও দ্রুত আবেদন করার নির্দেশ দেওয়া হয়। জানা গিয়েছে, এই হাসপাতাল গড়ার জন্য মহকুমা হাসপাতালের জামাকাপড় রাখার জায়গা অন্যত্র সরানো হবে।

সিএমওএইচ জানান, কালনা মহকুমা হাসপাতালের মহিলা মেডিসিন বিভাগ আগেই সুপার স্পেশ্যালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এ বার পুরুষ মেডিসিন বিভাগও সরানো হবে। প্রি-কোভিড হাসপাতাল মহকুমা হাসপাতাল থেকে পৃথক থাকবে। হাসপাতালে ঢোকা-বার হওয়ার দরজাও আলাদা হবে। পরবর্তীতে আলাদা ‘হাই ডিপেন্ডেন্সি ইউনিট’ গড়ারও ভাবনা রয়েছে। কর্তাদের দাবি, এই হাসপাতাল চালু হলে এই মহকুমা ও আশপাশের রোগীদের চিকিৎসা করাতে দূরে যেতে হবে না। স্বাস্থ্যকর্মী ও রোগী দু’পক্ষেরই হয়রানি কমবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement