Picnic

বড়দিনে আসানসোলের ট্যুরিস্ট স্পটে উপচে পড়ল ভিড়

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০২০ ২০:১৪
Share:

মাইথন।

বড় দিন উপলক্ষে আসানসোল শিল্পাঞ্চলের বিভিন্ন পিকনিক স্পটগুলোতে উপচে পড়ল ভিড়। দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজোর বা জগদাত্রী পুজোর সময় ভিড় কিছুটা সামাল দেওয়া গেলেও শীত পড়তেই আনন্দ উপভোগ করার জন্য ট্যুরিস্ট স্পটগুলোতে ভিড় করতে শুরু করেছেন পর্যটকরা।

Advertisement

শুক্রবার বড়দিন উপলক্ষে ভিড়টা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। ঝাড়খন্ড সীমানা মাইথন বাঁধে যেন বাংলা এবং ঝাড়খণ্ডের বাসিন্দারা মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন। দক্ষিণ ২৪ পরগনা থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, মেদনীপুর, বীরভূম-সহ পার্শ্ববর্তী জেলা ও রাজ্যের বহু মানুষ শিল্পাঞ্চলের এই পিকনিক স্পটে এসেছিলেন।

মাইথনে বেড়াতে আসা জয়শ্রী, সোমাশ্রী, বাপ্পা কুণ্ডুরা বলেন, “করোনার সময় যে ভাবে সাধারণ মানুষ কার্যত গৃহবন্দি হয়ে ছিল। ভয় যে একবারে চলে গিয়েছে তা নয়। কিন্তু আনন্দ উপভোগ করাটাও খুবই জরুরি। অন্তত মানসিক শান্তির জন্য।” তাই যতটা নিয়ম-নীতি মানা উচিত ততটা মেনেই আনন্দ উপভোগ করেছেন তাঁরা। মাইথনে যেমন পুলিশি নজরদারি ছিল, পাশাপাশি সিভিল ডিফেন্সের কর্মীরাও নজরদারি চালাচ্ছিলেন। তাঁদের কথায়, অন্যান্য বার যেমন ভিড় হয়, এ বার কিছুটা হলেও কম।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement