Andal

বিডিওর বদলি চলবে না, বাসিন্দাদের বিক্ষোভ অন্ডালে

পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে ঘটনা সামনে এল। সম্প্রতি বদলির নির্দেশ পেয়েছেন স্থানীয় বিডিয়ো ঋত্বিক হাজরা। তার বিরুদ্ধেই প্রতিবাদে শামিল হয়েছেন সাধারণ মানুষ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

অন্ডাল শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ২০:২৪
Share:

বিডিওর বদলির প্রতিবাদে বিক্ষোভ। নিজস্ব চিত্র।

বদলি করা হচ্ছে ব্লক ডেভলপমেন্ট অফিসার (বিডিও)-কে। তার প্রতিবাদে রাস্তায় নামলেন সাধারণ মানুষ। শুধু তাই নয়, প্ল্যাকার্ড হাতে রাস্তা অবরোধও করলেন তাঁরা। জানিয়ে দিলেন, স্থানীয় বাসিন্দাদের ইচ্ছের বিরুদ্ধে ওই বিডিওকে বদলি করা যাবে না।

Advertisement

পশ্চিম বর্ধমানের অন্ডাল থেকে ঘটনা সামনে এল। সম্প্রতি বদলির নির্দেশ পেয়েছেন স্থানীয় বিডিয়ো ঋত্বিক হাজরা। তার বিরুদ্ধেই প্রতিবাদে শামিল হয়েছেন সাধারণ মানুষ।

কোনও সরকারি কর্মীর বদলির বিরুদ্ধে এ ভাবে রাস্তায় নামার ঘটনা বেনজির। তবে এর নেপথ্যে অন্য কাহিনি রয়েছে। স্থানীয় সূত্রে খবর, অন্ডালে যে বিমানবন্দর রয়েছে, তার জন্য ১২ বছর আগে জমি অধিগ্রহণ করেছিল সরকার। তার পরিবর্তে ক্ষতিপূরণ এবং বিকল্প জমি দেওয়া হবে বলে সাধারণ মানুষের সঙ্গে চুক্তি হয়েছিল। কিন্তু তার পর এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও, বহু মানুষ আজও সেই ক্ষতিপূরণ পাননি। অধিগৃহীত জমির পরিবর্তে বিকল্প জমিও মেলেনি।

Advertisement

আরও পড়ুন: জলপাইগুড়িতে ফের দলছুট হস্তিশাবক, জঙ্গলে ফিরলেও দলে ঢুকতে পারেনি

আরও পড়ুন: নদীর জল ‘রক্ত’ লাল, আচমকা রং বদলে আতঙ্ক, নামছে না হাঁসও

সম্প্রতি জানা গিয়েছিল, আগামী কয়েক মাসের মধ্যেই চুক্তির শর্ত পূরণ করে দেওয়া হবে। জমিহারারা যাতে পাওনা গণ্ডা বুঝে নিতে পারেন, তা দেখভাল করছিলেন ওই বিডিও। কিন্তু আচমকা তাঁর বদলিতে দুশ্চিন্তার ছায়া নেমে এসেছে সর্বত্র। স্থানীয় মানুষের আশঙ্কা, ওই বিডিও চলে গেলে বিষয়টি মিটতে আরও সময় লেগে যেতে পারে। নতুন বিডিও তাঁদের সমস্যাকে আদৌ গুরুত্ব দেবেন কি না, তা নিয়েও সন্দেহ দানা বেঁধেছে। তাই ওই বিডিও-র বদলির বিরুদ্ধে রাস্তায় নেমেছেন তাঁরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement