Durga

Durga Puja: চুরি গেল দেবীর পরনে থাকা সোনার হার, টিপ আর রূপোর মুকুট, চাঞ্চল্য কাটোয়ার করজগ্রামে

ঘটনাটি ঘটেছে করজগ্রামের ঘোষ পাড়ার দুর্গা মন্দিরে। প্রতি বছরই সেখানে ধুমধাম করে দুর্গা পুজো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২১ ২৩:৪৯
Share:

দুর্গার পরনে থাকা সমস্ত অলঙ্কার চুরি যাওয়ার ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কাটোয়ায়।

দুর্গার পরনে থাকা সমস্ত অলঙ্কার চুরি যাওয়ার ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের কাটোয়ায়। নবমীর সন্ধ্যারতির পর দশমীর সকালে এলাকার বাসিন্দারা দেখেন, মন্দিরের তালা ভাঙা। পুজোর আয়োজকদের দাবি, লক্ষাধিক টাকার সোনা, গয়না চুরি গিয়েছে।
ঘটনাটি ঘটেছে করজগ্রামের ঘোষ পাড়ার দুর্গা মন্দিরে। প্রতি বছরই সেখানে ধুমধাম করে দুর্গা পুজো হয়। রীতি মেনে এ বারও দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর প্রতিমায় পরানো হয়েছিল সোনার হার-টিপ, রূপোর মুকুট, টিকলি, নাকের নথ। পুজো আয়োজকরা জানান, নবমীর আরতির পর পর মন্দিরে তালা লাগিয়ে তাঁরা সকলে বাড়ি চলে গিয়েছিলেন। পর দিন সকালে মন্দিরে এসে তাঁরা দেখেন, মন্দিরের গেটের তালা ভাঙা। প্রতিমার পরনেও কোনও অলঙ্কার নেই।

Advertisement

চুরির ঘটনার তদন্তে নেমেছে কাটোয়া থানার পুলিশ। তবে এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement