Organ Donation

এক জনের অঙ্গে বাঁচবে পাঁচটি প্রাণ, বর্ধমানের নাট্যকর্মীর ব্রেন ডেথের পর অঙ্গদানের সিদ্ধান্ত

তাঁর ভাই বিপ্লব বলেন, ‘‘বুধবার দাদার ব্রেন স্ট্রোক হওয়ার পর বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি। পরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করি। সেখানেই দাদার মৃত্যু হয়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ২২:২৩
Share:

নাট্যকর্মীর প্রয়ানের পর তাঁর দেহদানের সিদ্ধান্ত পরিবারের। — নিজস্ব চিত্র।

এক জনের অঙ্গে বাঁচবে পাঁচটি প্রাণ। মফস্সলের এক নাট্যকর্মীর ব্রেনডেথের পর অঙ্গদান হচ্ছে শহরে। পাঁচ জন মানুষের প্রাণ বাঁচানোর রাস্তা খুলে গেল এক নাট্যকর্মী তথা গৃহশিক্ষকের অঙ্গদানের ঘটনায়।

Advertisement

৫৪ বছরের হিরন্ময় ঘোষাল। পূর্ব বর্ধমানের হাটগোবিন্দপুরে বাড়ি। বর্ধমানের পরিচিত নাট্যকর্মী তথা অভিনেতা হিরন্ময় সমবেত প্রয়াস নাট্যদলে দীর্ঘ দিন কাজ করেছেন। বুধবার দুপুরে তাঁর ব্রেন স্ট্রোক হয়। দ্রুত তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাঁর ব্রেন ডেথ হয়। তার পর পরিবার অঙ্গদানের ইচ্ছাপ্রকাশ করে।

হিরন্ময়ের একমাত্র ছেলে শোভন সপ্তাহখানেক আগেই চাকরিতে যোগদান করেছেন। কর্মরত মহারাষ্ট্রে। তাঁর ভাই বিপ্লব বলেন, ‘‘বুধবার দাদার ব্রেন স্ট্রোক হওয়ার পর বর্ধমানের খোসবাগানের একটি বেসরকারি নাসিংহোমে ভর্তি করি। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় দাদাকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দাদার মৃত্যু হয়। তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement