গণনায় নিরাপত্তা

তৃণমূলের শিবির সরানোর নির্দেশ

যে কোনও রকম অশান্তি এড়াতে ভোটগণনার দিন গণনাকেন্দ্র লাগোয়া এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থার কথা জানাল প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গণনা কেন্দ্র। তৃণমূলের আগাম তৈরি করে ফেলা একটি শিবিরও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

দুর্গাপুর শেষ আপডেট: ১৩ মে ২০১৬ ০২:৫৭
Share:

দুর্গাপুরে তৈরি হচ্ছিল এই শিবির। নিজস্ব চিত্র।

যে কোনও রকম অশান্তি এড়াতে ভোটগণনার দিন গণনাকেন্দ্র লাগোয়া এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থার কথা জানাল প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ত্রিস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে গণনা কেন্দ্র। তৃণমূলের আগাম তৈরি করে ফেলা একটি শিবিরও সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার দুর্গাপুরে প্রশাসনের তরফে জানানো হয়, গণনাকেন্দ্রের বাইরে কোনও ‘ডিসপ্লে বোর্ড’ থাকবে না। ভোট গণনার ধারা বা প্রবণতা জানানো হবে না। সংবাদমাধ্যমের কর্মীদের জন্য নির্দিষ্ট মিডিয়া সেন্টার থাকছে। তাঁদের সেখানেই থাকতে হবে। সামনের রাস্তায় যানবাহন চলাচল নিষিদ্ধ করা হবে। জহরলাল নেহরু রোডের ধারে তৃণমূল, অমরাবতীর কাছে সিপিএম এবং কংগ্রেস ও আইকিউ সিটি যাওয়ার রাস্তায় বিজেপিকে শিবির করার অনুমতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নির্বাচন দফতরের তরফে ফিতে দিয়ে মাপজোক করা হয়। নির্দিষ্ট সীমার মধ্যে লাগানো সব রাজনৈতিক দলের পতাকা খুলে দেওয়া হয়। গণনা উপলক্ষে বিওজিএলের মাঠে তৃণমূল আগাম একটি কার্যালয় করেছিল। কিন্তু সেটি নির্দিষ্ট সীমার মধ্যে পড়ে যাওয়ায় সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement