বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগার। নিজস্ব চিত্র।
বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দিদের সংঘর্ষে এক বিচারাধীনের মৃত্যু হল। সংশোধনাগারের ক্যান্টিনে গোলমালের জেরে মারামারি হয়। তাতেই শেষ পর্যন্ত ওই বন্দির মৃত্যু হয়। মৃতের নাম বাবু শেখ (৩০)।
বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা বাবু মাদক মামলায় বিচারাধীন ছিলেন। যার সঙ্গে তাঁর ঝামেলা হয়। সেই বন্দির নাম মিঠুন শীল। একটি মামলায় ইতিমধ্যেই সে ৭ বছরের সাজা কাটছে।
জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় জানিয়েছেন, মিঠুনকে দমদম সংশোধনাগার থেকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়েছিল। মঙ্গলবার ক্যান্টিনে গন্ডগোল মারপিটের জেরে গুরুতর আহত হন বাবু। সংশোধনাগার থেকে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপালালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
ভাস্কর বলেন, “যে হতু মিঠুন সাজাপ্রাপ্ত বন্দি তাই তাকে গ্রেফতার করার ক্ষেত্রে কিছু আইনি জটিলতা রয়েছে। তাই এখনই তাকে গ্রেফতার করা যাবে না।”