Sexual Harassment

ছাগল খোঁজার নাম করে স্কুলছাত্রীকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে নির্যাতন! ভাতারে গ্রেফতার অভিযুক্ত যুবক

ওই যুবকের তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন পকসো আদালতের বিচারক।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ মার্চ ২০২৫ ২২:১১
Share:
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক।

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার যুবক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বছর সাতেকের স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ। পকসো ধারায় মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্তকে শুক্রবারই বর্ধমানের পকসো আদালতে হাজির করানো হয়। তদন্তের প্রয়োজনে ধৃতকে পাঁচ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিশ। ওই যুবকের তিন দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন পকসো আদালতের বিচারক বর্ষা বনসল আগরওয়াল।

Advertisement

ধৃতের ডাক্তারি পরীক্ষা করানোর জন্য আবেদন জানান তদন্তকারী অফিসার। তা মঞ্জুর করে বর্ধমান মেডিক্যাল কলেজের ফরেন্সিক স্টেট মেডিসিনের বিভাগীয় প্রধানকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন বিচারক। শুক্রবারই ম্যাজিস্ট্রেটের কাছে নির্যাতিতার গোপন জবানবন্দি নথিভুক্ত করিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভাতার থানা এলাকায় ওই ছাত্রীর বাড়ি। বৃহস্পতিবার স্কুল থেকে বাড়ি ফিরে বন্ধুদের সঙ্গে খেলতে বেরিয়েছিল সে। অভিযোগ, সেই সময় সেখানে হাজির হন যুবক। শিশুটিকে তিনি জানান, তাঁর হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে গেলে তাকে টাকা দেবেন। এর পরে ওই ছাত্রীকে সে সাইকেলে চাপিয়ে ওড়গ্রামে একটি হোটেলের পিছনে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। শিশুটি তখন চিৎকার করলে তিনি ছেড়ে দেন।

Advertisement

শিশুটি দীর্ঘ ক্ষণ বাড়ি না ফেরায় পরিবারের লোক জন তাকে খুঁজতে বার হন। তখন রাস্তায় তাকে কাঁদতে কাঁদতে ফিরতে দেখেন তাঁরা। বাড়ি ফিরে মেয়েটি ঘটনার কথা পরিবারের লোকজনকে জানায়। এর পরেই তার মা থানায় অভিযোগ দায়ের করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement