পথ দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে সোমবার বিক্ষোভ হল আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায়। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ জানায়, এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ ডামরার বাসিন্দা প্রভাত চক্রবর্তী (৮০) হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি ট্রাক্টর তাঁকে ধাক্কা মারে। আশপাশের বাসিন্দারা ছুটে গিয়ে ট্রাক্টরটিকে আটক করেন। চালককে একটি ঘরে বন্ধ করে রাখেন। ক্ষতিপূরণের দাবিতে তাঁরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ওই ট্রাক্টর চালককে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এলাকার বাসিন্দারা অভিযোগ করেন, প্রতি দিনই এই এলাকা দিয়ে প্রচুর ট্রাক্টর যাতায়াত করে। কিন্তু, চালকদের বেশির ভাগেরই কোনও ড্রাইভিং লাইসেন্স নেই। অপ্রাপ্তবয়স্কদেরও ট্রাক্টর চালাতে দেখা যায় বলে তাঁদের দাবি। এ ব্যাপারে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানান তাঁরা।