নার্সকে মারধর

চিকিৎসক না থাকায় নার্সকে মারধর ও হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠল মঙ্গলকোটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথরুন গ্রাম থেকে এক বালিকার চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন বেশ কয়েক জন। কিন্তু কোনও চিকিৎসক ছিলেন না। উপস্থিত নার্স তাঁদের মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলেন। মেয়েটিকে নিয়ে চলে গেলেও কয়েক জন নার্সের সঙ্গে বচসা জোড়েন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৫ ০১:৩৭
Share:

চিকিৎসক না থাকায় নার্সকে মারধর ও হাসপাতালে ভাঙচুরের অভিযোগ উঠল মঙ্গলকোটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথরুন গ্রাম থেকে এক বালিকার চিকিৎসার জন্য হাসপাতালে এসেছিলেন বেশ কয়েক জন। কিন্তু কোনও চিকিৎসক ছিলেন না। উপস্থিত নার্স তাঁদের মঙ্গলকোট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলেন। মেয়েটিকে নিয়ে চলে গেলেও কয়েক জন নার্সের সঙ্গে বচসা জোড়েন। অভিযোগ, তাঁকে মারধর করা হয়। ভাঙচুরও হয়। এসিএমওএইচ (কাটোয়া) কবিতা শাসমল জানান, পুরো বিষয়টি প্রশাসন ও স্বাস্থ্য দফতরের কর্তাদের জানানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement