—প্রতিনিধিত্বমূলক চিত্র।
ছেলের জন্মদিনে রহস্যজনক ভাবে মৃত্যু মায়ের। এ নিয়ে চাঞ্চল্য পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের আড়া কালীগঞ্জ এলাকায়। বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে মৃতার স্বামীকে আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম রিঙ্কি শিকদার। শনিবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। শুক্রবার রাতে ছেলের জন্মদিন পালন করেছেন রিঙ্কি। সবাই মিলে আনন্দ করেছেন। তার মধ্যে কী ঘটেছে, জানা যায়নি। তবে রিঙ্কির বাবা আশিস দেবের অভিযোগ, ‘‘মেয়েকে খুন করে টাঙিয়ে দিয়েছে জামাই।’’ তাঁর অভিযোগের ভিত্তিতেই রিঙ্কির স্বামী রণবীর শিকদারকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রের খবর, ১৭ বছর আগে পূর্ব বর্ধমানের বুদবুদের বাসিন্দা রিঙ্কির সঙ্গে দুর্গাপুরের আড়া কালীগঞ্জের রণবীরের বিয়ে হয়। রণবীর একটি প্যাথলজিক্যাল ল্যাবরেটরির কর্ণধার। তবে বিয়ের পর পরই দম্পতির মধ্যে অশান্তি শুরু হয়। রিঙ্কির বাপের বাড়ির অভিযোগ, তাদের মেয়েকে সন্দেহ করতেন জামাই। এ নিয়ে ঝগড়া হত দু’জনের। শুক্রবার রাতে সন্তানের জন্মদিন পালন অনুষ্ঠানেই রিঙ্কি এবং রণবীরের মধ্যে কথা কাটাকাটি হয়। তার পরেই ঘর থেকে রিঙ্কির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার বাবা বলেন, ‘‘মাঝে মধ্যেই আমার মেয়েকে অত্যাচার করত জামাই। শুক্রবার আমার মেয়েকে মেরে টাঙিয়ে দিয়েছে ও। আমি মেয়ের মৃত্যুর বিচার চাই।’’
ময়নাতদন্তের জন্য রিঙ্কির দেহ আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতার স্বামীকে জেরা করে তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।