Mangalkot

ঘরে মহিলার দেহ, পড়ে অচেতন শিশু

তাঁর বাপের বাড়ির অভিযোগ, তাঁকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২০ ০২:০৩
Share:

প্রতীকী ছবি।

ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে রয়েছে বছর দুয়েকের ছেলে। সেই ঘরেই উদ্ধার হল মহিলার ঝুলন্ত দেহ। শনিবার বিকেলে মঙ্গলকোটের শীতলগ্রামে ঘটনাটি ঘটে। প্রাথমিক চিকিৎসার পরে শিশুটি সুস্থ রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে জানা যায়, মৃত বধূর নাম রিতা রায় (২৭)। তাঁর বাপের বাড়ির অভিযোগ, তাঁকে গলায় ফাঁস দিয়ে খুন করা হয়েছে। শিশুটিকেও শ্বাসরোধ করে খুনের চেষ্টা করা হয়েছে। যদিও শ্বশুরবাড়ির লোকজনের পাল্টা দাবি, মানসিক অবসাদে সন্তানকে খুনের চেষ্টা করে আত্মঘাতী হয়েছেন ওই বধূ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতার বাপের বাড়ি দাঁইহাটের ১৪ নম্বর ওয়ার্ডের বিকিহাটে। বছর চারেক আগে মঙ্গলকোটের শীতল গ্রামের বাসিন্দা গোপন রায়ের সঙ্গে তাঁর বিয়ে হয়। কর্মসূত্রে গোপন বারাণসীতে থাকেন। অভিযোগ, রিতার সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের অশান্তি হত। তার জেরেই এই ঘটনা বলে দাবি বাপের বাড়ির লোকজন ও পড়শিদের একাংশের। পুলিশ জানায়, ঘটনার তদন্ত চলছে। বধূর দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। তার রিপোর্ট পেলে বিষয়টি অনেকটা পরিষ্কার হবে। শিশুটি সুস্থ রয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement