Arrest

গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ মঙ্গলকোটে! অভিযুক্ত গ্রেফতার

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের ওই বধূর স্বামী লটারির টিকিট বিক্রি করেন। ছেলে বাইরে কাজ করেন। মঙ্গলবার দুপুরে বাড়িতে একাই ছিলেন মহিলা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ ২৩:২৪
Share:
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক ছবি।

এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে। ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের ওই বধূর স্বামী লটারির টিকিট বিক্রি করেন। ছেলে বাইরে কাজ করেন। মঙ্গলবার দুপুরে বাড়িতে একাই ছিলেন মহিলা। অভিযোগ, সেই সময় চুপিসারে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করেন অভিযুক্ত যুবক। বধূকে মারধরও করা হয়। বধূর চিৎকার-চেঁচামেচিতে পালান তিনি। পরে স্থানীয়েরাই বধূকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

পুলিশ সূত্রে খবর, সন্ধ্যায় কৈচর পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন ওই মহিলা। তার ভিত্তিতেও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, ‘‘অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বুধবার তাকে আদালতে পেশ করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement