প্রতীকী ছবি।
জাল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দেওয়ার অভিযোগে এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের অণ্ডালের কাজোড়া উচ্চ বিদ্যালয়ের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতকে আজ, বুধবার তাকে দুর্গাপুর আদালতে তোলা হবে।
কাজোড়া উচ্চ বিদ্যালয় সূত্রের খবর, এ দিন পরীক্ষা শুরুর আগে কেন্দ্রের দায়িত্বে থাকা এক শিক্ষক দেখেন খাসকাজোড়ার একটি স্কুলের দুই পড়ুয়ার অ্যাডমিট কার্ডের নম্বর (৩০২৬৯১N০০৪৮) একই। এর পরে স্কুল কর্তৃপক্ষ বিষয়টি পশ্চিম বর্ধমান জেলা মাধ্যমিক পরিচালন কমিটির আহ্বায়ক দিব্যেন্দু সাহাকে বিষয়টি জানান। দিব্যেন্দুবাবু জানান, দু’টি অ্যাডিমিট কার্ডের ফটোকপি বর্ধমানে ওয়েস্টবেঙ্গল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশনের রিজিওনাল অফিস ও রাজ্য দফতরে পাঠানো হয়। দু’টি জায়গা থেকেই জানানো হয়, এক জনের অ্যাডমিট কার্ড জাল। এ বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি খাসকাজোড়ার ওই স্কুলের প্রধান শিক্ষক সুদীপ চক্রবর্তী। তবে জেলা স্কুল পরিদর্শক অজয় পাল বলেন, ‘‘প্রধান শিক্ষক আমাকে মৌখিক ভাবে জানিয়েছেন, অভিযুক্ত পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম পূরণ করেনি। তাকে তাঁরা কোনও অ্যাডমিট কার্ডও দেননি। প্রধান শিক্ষককে পুরো বিষয়টি লিখিত আকারে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।’’
ধৃত বলে, ‘‘আমাকে স্কুল থেকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি।’’ তার দাবি, ‘‘স্কুলের এক শিক্ষকের কথায়, আমি নিজে কলকাতা গিয়ে একজনের সঙ্গে দেখা করেছিলাম। ১৫ ডিসেম্বর কলকাতার ওই ভদ্রলোক আমাকে অ্যাডমিট কার্ডটি দিয়েছেন।’’ অজয়বাবু বলেন, ‘‘তদন্ত করা করা হবে।’’