হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র।
মোবাইল হারানো বা চুরি যাওয়া এখন প্রায় নিত্য দিনের ঘটনা। পুলিশের উদ্যোগে সেই সব খোওয়া যাওয়া মোবাইল ফিরে পাচ্ছেন মালিকরা। পূর্ব বর্ধমান জেলা পুলিশ বুধবার এমন ৫০টি মোবাইল ফিরিয়ে দিল।
পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফে মোবাইল ফিরিয়ে দেওয়ার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। ভাস্কর জানিয়েছেন, ‘‘গত কয়েক মাসে যে মোবাইলগুলি উদ্ধার হয়েছে আইনি প্রক্রিয়া মেনে সেগুলি তাদের মালিকদের হাতে তুলে দেওয়া হয়। বুধবার এমন ৫০টি মোবাইল ফেরত দেওয়া হয়। আরও প্রায় ৫০টি মোবাইল উদ্ধার হয়েছে। সেগুলিও ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে।’’
পূর্ব বর্ধমানে এর আগে একইভাবে বেশ কিছু চুরি যাওয়া বাইকও ফিরিয়ে দেওয়া হয়েছে তাদের মালিকের কাছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর এ ভাবেই বাকি বাইকও ফিরিয়ে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।